৯৫তম অস্কারের মঞ্চে নেটফ্লিক্স জিতে নিল ৬টি অস্কার পুরস্কার। যার চারটি এসেছে ‘All Quiet on the Western Front’ ও বাকি দুটি এসেছে তাদের প্রথম এনিম্যাশন সিনেমা ‘Guillermo del Toro’s’ ‘Pinocchio’ থেকে।
রবিবার রাতে ৯৫তম অস্কারে বিভিন্ন ক্যাটাগরিতে ১৬টি বিভাগে নমিনেশন পেয়ে ৬টি ক্যাটাগরি থেকে এ্যাওয়ার্ড জিতিয়ে নিয়ে নেটফ্লিক্স সিক্সার হাঁকাল। ডিস্ট্রিবিউটর ও স্টুডিয়ো মাঝে নেটফ্লিক্স দিত্বীয় স্থানে রইল এর আগে A24 জিতেছিল ৯টি এ্যাওয়ার্ড।

এডওয়ার্ড বারগার পরিচালিত ‘All Quiet on the Western Front’ নয়টি বিভাগে মনোনয়ন পেয়ে চারটি বিভাগ থেকে অস্কার তুলে নিল।
যে চারটি বিভাগ থেকে অস্কার পেয়েছে সেগুলো হলঃ
১) ইন্টারন্যাশনাল সিনেমা
২) সিনেমাটগ্রাফি
৩) অরিজিনাল স্কোর
৪) প্রোডাকশন ডিজাইন
‘All Quiet on the Western Front’ মুভিটি একই নামে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতার উপর ভিত্তি করে নভেল থেকে বানানো অনুপ্রানিত মুভি।

ফেইরি টেলের উপর এডাপ্টেড এনিম্যাশন ফিল্ম ‘Guillermo del Toro’s’ ‘Pinocchio’ অস্কার জিততে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে নেটফ্লিক্সেরই অন্য আরও একটি এনিম্যাশন ‘The Sea Beast’, A24 প্রোডাকশনের ‘Marcel the Shell With Shoes On’ ইউনিভার্সাল ড্রিম ওয়ার্কস এনিম্যাশনের ‘Puss in Boots: The Last Wish’ ও ডিজনি – পিক্সারস এর ‘Turning Red’ সাথে।

শর্ট ফিল্ম ক্যাটাগরিতে বেস্ট ডকুমেন্টারি ‘The Elephant Whisperers’ জিতিয়ে নিয়েছে আরও একটি অস্কার পুরস্কার। দক্ষিন ভারতের আদিবাসী দম্পতি বোমান ও বেলির উপর নির্মিত সত্য ঘটনা নিয়ে ডকুমেন্টারি।
এই দম্পতি তাদের এক জিবন পার করে দেয় বনে বসবাস করে তারা একটি অনাথ হাতি বাচ্ছা লালন পালন করে বড় করে যার নাম রাখে রঘু। রঘু ও ঐ দম্পতির নিত্য দিনের ঘটনাবলি নিয়েই বানানো ডকুমেন্টারি ফিল্ম।
পরিচালক কার্তিকি গঞ্জাল্ভেজ পাঁচ বছর কাটিয়েছে তাদের সাথে এই ‘The Elephant Whisperers’ ডকুমেন্টারি ফিল্মটি বানানোর জন্য।