BEST FILM

গাংগুবাই অবশ্যই ব" />

আগামী ২৭শে এপ্রিল বসতে যাচ্ছে ভারতের অস্কার খ্যাত ৬৮ তম ফিল্মফেয়ার।

"a man standing in front of a large sign"

আর আজ ঘোষনা হলো এর চূড়ান্ত মনোয়ন। আসুন প্রেডিক্ট করি প্রধান ক্যাটাগরীতে কে কে পুরস্কার পেতে পারে।

BEST FILM

গাংগুবাই অবশ্যই বছরের সব চেয়ে পার্ফেক্ট সৃষ্টি। কাস্মীরি ফাইলস ও ভুল ভালাইয়া ২ দুটাই ফ্যান ফেভারিট কিন্তু গ্রাউন্ড ব্রেকিং না! উচাই আর বাধাই দো মেবি অনেক পুরস্কার জিতবে ক্রিটিকস ক্যাটাগরীতে! সেদিক থেকে ব্রম্মাস্ত্র অনেকটাই সেফ চয়েজ! দীর্ঘ প্রতিক্ষা ও ভিজুয়াল ইফেক্টসের অনন্যতা আর ধার্মা প্রডাকশান হাউজের মার্কেটিং স্ট্রাটেজি, সব মিলিয়ে ব্রম্মাস্ত্র মুভি অফ দ্যা ইয়ার!!

BADHAAI DO

BHOOL BHULAIYAA 2

BRAHMASTRA PART ONE: SHIVA (Winner)***

GANGUBAI KATHIAWADI

THE KASHMIR FILES

UUNCHAI

BEST DIRECTOR

মি: বানসালী বহুবার বিজয়ী, আর উনি এখন এওয়ার্ড শো তে তেমন রেগুলারো না, মিস্টার অগ্নিহোত্রি কাশ্মীরি ফাইলসের জন্য জিতলেও জিত্তে পারেন তবে সমালোচক ক্যাটাগরীতে। সেই তুলনায় মি: মুখার্জী অনেকটাই এগিয়ে তার দীর্ঘ ১০ বছরের পরিশ্রম ব্রম্মাস্ত্রের জন্য

ANEES BAZMEE (BHOOL BHULAIYAA 2)

AYAN MUKERJI (BRAHMASTRA PART ONE: SHIVA) (Winner)***

HARSHVARDHAN KULKARNI (BADHAAI DO)

SANJAY LEELA BHANSALI (GANGUBAI KATHIAWADI)

SOORAJ R. BARJATYA (UUNCHAI)

VIVEK RANJAN AGNIHOTRI (THE KASHMIR FILES)

BEST ACTOR IN A LEADING ROLE (MALE)

সবচেয়ে টাফ ক্যাটাগরী। অজয় দেবগনের সাথে পুরস্কার বিতরনীর সম্পর্ক ভাল না। অমিতাভ বচ্চন বা অনুপম খের জিতলে জিতবেন সমলোচক ক্যাটাগরীতে। রাজকুমার রাও বাধাই দো তে ভাল অভিনয় করলেও, বাধাই দো মুভি হিসাবে ক্লিয়ার কাট ফেভারিট না। হৃতিক বেস্ট চয়েজ কিন্তু ফ্লপ মুভির লিড রোলে ফিল্ম ফেয়ার পাওয়ার নজির খুবই কম! সো বাকী থাকে মি: কার্তিক আরিয়ান। মি: আরিয়ান জি সিনে এওয়ার্ডস এ লীদ এক্টর জিতেসেন, প্লাস কার্তিকের PR Team ফুল সুইয়িং এ পাবলিসিটি করে যাচ্ছে প্লাস কার্তিকের নিজেরো ফিল্মফেয়ারের সাথে ভাল সুসম্পর্ক সুতারাং ২৭ তারিখ রাতে মি: আরিয়ান উপস্থিত থাকলে বা পার্ফর্ম করলে ……

AJAY DEVGN (DRISHYAM 2)

AMITABH BACHCHAN (UUNCHAI)

ANUPAM KHER (THE KASHMIR FILES)

HRITHIK ROSHAN (VIKRAM VEDHA)

KARTIK AARYAN (BHOOL BHULAIYAA 2) (Winner)***

RAJKUMMAR RAO (BADHAAI DO)

BEST ACTOR IN A LEADING ROLE (FEMALE)

নো কম্পিটিশান……

ALIA BHATT (GANGUBAI KATHIAWADI) (Winner)***

BHUMI PEDNEKAR (BADHAAI DO)

JANHVI KAPOOR (MILI)

KAREENA KAPOOR KHAN (LAAL SINGH CHADDHA)

TABU (BHOOL BHULAIYAA 2)

BEST ACTOR IN A SUPPORTING ROLE (MALE)

ANIL KAPOOR (JUGJUGG JEEYO)

ANUPAM KHER (UUNCHAI)

DARSHAN KUMAR (THE KASHMIR FILES)

GULSHAN DEVAIAH (BADHAAI DO)

JAIDEEP AHLAWAT (AN ACTION HERO)

MANIESH PAUL (JUGJUGG JEYO)

MITHUN CHAKRABORTY (THE KASHMIR FILES) (Winner)***

BEST ACTOR IN A SUPPORTING ROLE (FEMALE)

MOUNI ROY (BRAHMASTRA PART ONE: SHIVA) (Winner)***

NEETU KAPOOR (JUGJUGG JEEYO)

SHEEBA CHADDHA (BADHAAI DO)

SHEEBA CHADDHA (DOCTOR G)

SHEFALI SHAH (DOCTOR G)

SIMRAN (ROCKETRY: THE NAMBI EFFECT)

BEST MUSIC ALBUM

AMIT TRIVEDI (UUNCHAI)

PRITAM (BRAHMASTRA PART ONE: SHIVA) (Winner)***

PRITAM (LAAL SINGH CHADDHA)

SACHIN JIGAR (BHEDIYA)

SANJAY LEELA BHANSALI (GANGUBAI KATHIAWADI)

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights