ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ ১৯৫২ – ১৯৬২ প্রেক্ষাপট নিয়ে এগিয়েছে মুভির গল্প। তৎকালীন ভারতীয় ফুটবল কোচ সায়েদ আব্দুল রহিম ওরফে রহিম সাহেবের চরিত্রে দেখা যাবে অজয় দেবঘনকে।
ভারতীয় স্বাধীনতার ৫ বছর পর ১৯৫২ সালে দ্বিতীয় বারের জন্য অলিম্পিকে খেলার সুযোগ পায় ভারতীয় দল। সেই বছর সামার অলিম্পিক হয় ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে, ভারতের বিরুদ্ধে ময়দানে নাম হাঙ্গেরি।
ম্যাচের দিন লাগাতার বৃষ্টিতে ভিজে যায় ময়দান। কাদা মাঠে হাঙ্গেরির ফুটবলারদের পায়ে স্পাইক জুতো। বিপক্ষে খালি পায়ে মাঠে নামেন ভারতীয়রা। কাদা মাঠে পিছলে, আঘাত পেয়ে সেই ম্যাচ জিততে পারেনি ভারত। তবে মাঠে ভারতের সংগ্রামের অভ্যাস মিলেছে।
টিজারে অজয় দেবগনের সংলাপ কানে বাজে, ‘আজ ময়দানে এগারো জন নামবে, কিন্তু দেখতে যেন লাগে এক।’ কেমন ছিল সেই ম্যাচের দৃশ্যপট? কীভাবে ঘুরে দাঁড়াল ভারত? তা দেখা যাবে মুভি আসলে।
আশা করা যায় গল্পটা বেশ ভালো হবে। অজয় ও তাঁর চরিত্রের সঙ্গে বেশ দম দিয়েছেন।
Zee Studios & Bayview Projects In Association With Fresh Lime Films Presents Boney Kapoor’s 🎬 MAIDAAN
Starring: Ajay Devgn, Priyamani, Gajraj Rao
Director: Amit Ravindernath Sharma
Producers: Zee Studios, Boney Kapoor, Akash Chawla and Arunava Joy Sengupta Music: A.R. Rahman
Lyrics: Manoj Muntashir
Director Of Photography: Tushar Kanti Ray
Release Date: June 23, 2023