ঐশীকে সাধারণত গ্ল্যামারাস চরিত্রে দেখে অভ্যস্ত। ‘ ‘আদম’ এ হাজির হচ্ছে একদম ননগ্ল্যামার একটি চরিত্রে। ট্রেলারে ঐশী অভিনয়ে উত্তীর্ণ হয়েছে বলবো, বাকিটা পুরো সিনেমা মুক্তি পেলেই বলা যাবে।
নায়িকাদের মধ্যে অভিনেত্রী হয়ে ওঠার প্রবণতা এখন ব্যাপক। ঐশীও ব্যাতিক্রম নয়।
গ্ল্যামারাস চরিত্র থেকে বের হয়ে ঐশী প্রত্যন্ত অঞ্চলের এক নারী হয়ে উঠেছেন ‘আদম’র ট্রেলারে। ঈদে মুক্তি পাবে ‘আদম’।
সেখানে ঐশী তার বেস্ট অভিনয়টা দিতে সক্ষম হবে সেটাই চাওয়া।