কৃতি স্যানন কে বরাবরের মতনই মিষ্টি লাগছে আদিপুরুষের ইভেন্টে এসেছিলেন তিনি সেকেন্ড ট্রেইলার রিলিজে উপস্থিত থাকতে।
সেকেন্ড ট্রেইলার রিলিজ হলো।
দুই ট্রেইলার প্লাস গানে, ডায়লগ আর এক্সপ্রেশন যতটুক দেখা গেছে, কৃতি খুব ভালো অভিনয়ই করেছে ধারণা পাওয়া যায়। ফিল্ম টা হিট করলে কৃতি দ্বিতীয়বার বেস্ট এক্ট্রেসের ফিল্মফেয়ার পাবার একজন যোগ্য প্রতিদ্বন্দ্বী হবে।
অডিও অ্যালবাম ও রিলিজ হয়ে গিয়েছে।
অজয়-অতুলের অ্যালবামে শ্রেয়া ঘোষালের গান থাকবে ভাবনাতে ছিলো, শ্রেয়া-সনু নিগম ডুয়েট শোনা গেলো অনেকদিন পর।