ভয়ঙ্কর লেভেলের ক্রিটিক এরা ছাড়া ইন্ডিয়ার আম জনতা ভিএফএক্স নিয়ে কথা বলছে না।কিন্তু আম জনতা যেসব বিষয় নিয়ে আদিপুরুষ বয়কটের ডাক দিচ্ছে সেসব বিষয় শেয়ার করি।
১.আদিপুরুষ হিন্দু ধর্মের অন্যতম মহা গ্রন্থ রামায়ণ অবলম্বনে সো রামায়ণকে মোডিফাই করার দরকার নেই।ওম রাউত যে মোডিফাই করেছে তা জঘন্য মোডিফাই।
২.রামায়ণ অনুযায়ী হনুমান কারো সাথে তুই দূরে থাকুক তুমি করেই বলতেন না।সেখানে বিভিন্ন জায়গায় হনুমানকে তুই মুই করতে দেখা গিয়েছে এবং বেহুদা ডায়ালগ দিতে দেখা গিয়েছে।
৩.জাম্বমান কোন ভালুক ছিলো না।তিনি ছিলেন ভালুকের মত দেখতে এক প্রজাতি যাদেরকে রিচ বলা হতো তাই।এখানে তাকে ভালুকের লুক দেওয়া হয়েছে।
৪.রাবণ ছিলেন মহাজ্ঞানী একজন ব্রাহ্মন যে কিনা শিবের সবথেকে বড় ভক্ত ছিলেন।রাবণের মত জ্ঞানীকে বানিয়েছেন বস্তির ছাপড়ি।ব্রাহ্মন রাবণ গোশত খাওয়া দূরে থাকুক ছুতেন ও না।সেখানে সিনেমায় দেখা গিয়েছে সে তার বাদুরগোত্রীর পোষা রাক্ষসকে কাচা গোশ খাওয়াচ্ছে।
৫.রামায়ণের বর্ননা অনুযায়ী লঙ্কা সোনার পুরী।সোনার লঙ্কাকে কেজিএফ এর কয়লার খনি বানিয়েছে।
পুরো সিনেমায় রাম সীতার ইমোশনাল এট্যাচমেন্ট,রাম লক্ষনের এট্যাচমেন্ট,রাম হনুমানের এট্যাচমেন্ট দেখাতে ডিরেক্টর ব্যার্থ।
ভিএফএক্সের হিসেব বাদ রামায়ণের কিছুই ওম রাউত তুলে ধরতে তো পারেই নি উলটো ছেলে খেলা করেছে।
হাবেভাবে বুঝা যাচ্ছে, আদিপুরুষের কপালে বেগতিক আছে। ইতিমধ্যেই বয়কটের ঝড় উঠছে।