আফরান নিশোর সুড়ঙ্গ সিনেমায় নতুন চমক হাজির!

"three models in different outfits on the runway"

সুড়ঙ্গ সিনেমায় থাকছে একটি আইটেম সং। ভিন্ন ধারার এই আইটেম গানটিতে দেখা যাবে নুসরাত ফারিয়াকে পারফর্ম করতে। ‘কলিজা আর জান’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা। রাসেল মাহমুদের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি।

সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সিনে গ্রুপে ইতিমধ্যে নুসরাত ফারিয়ার আইটেম গানের ছবি শেয়ারিং নিয়ে হুলুস্থুল পরে গেছে। দেখে মনে হচ্ছে ভিন্ন ধাঁচের একটি গান হতে যাচ্ছে। ইতিমধ্যে গানের দৃশ্যায়ন শেষ, গানটি দেখার জন্য সবাই অধির আগ্রহে আছে।

গায়িকা কণার কণ্ঠে গাওয়া গানে নুসরাত ফারিয়ার সঙ্গে কোমর দুলাতে দেখা যাবে আফরান নিশোকে। এটা আলাদা একটা আবহ তৈরি করবে হলে বসে সিনেমা উপভোগ করা দর্শকদের নিশ্চিত।

347261706 3257450274515496 8003318560295332090 n

রাসেল মাহমুদের লেখায় আস্থা করাই যায়। সঙ্গে আরাফাত মহসীন নিধি মিউজিক ডিপার্টমেন্টে সবসময়ই পরিপক্বতার ছাপ ফেলতে সক্ষম হয়। এবার সেই ধারাবাহিক থাকলে ভালো কিছু তৈরি হবে। গায়িকা কণা নিজের কাজটা ঠিক মতো করলে সবকিছু মিলিয়ে একটা ফুল প্যাকেজ আইটেম সং পেতে যাচ্ছে সুড়ঙ্গ সিনেমা।

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights