মুভির সেটে জায়েদ খানকে পায়ের চপ্পল ছুড়ে মেরেছিলেন পরিচালক ফারাহ খান।
মুভির গানের সেটে ক্যামেরা অমৃতা রাওয়ের দিক থেকে জায়েদ খানের দিকে আসছিল। জায়েদ খান তৈরি ছিলেন সেভাবে। কিন্তু জায়েদের পাশে
একজন জুনিয়র আর্টিস্ট হঠাৎ বেশি ক্লান্ত হয়ে ফিট হয়ে যান। জায়েদ খান বুঝতে পারছিলেন না কি করবেন। তাই তিনি নাচ চালিয়ে যেতে লাগলেন। কিন্তু হঠাৎ তার মনে হলো, একজন মানুষ কে এমনয়াবস্থায় রেখে তার নাচা ঠিক হচ্ছেনা।
সাথে সাথে জায়েদ খান “কাট ” বলে ক্যামেরা থামিয়ে দেন। কিন্তু এটা দেখে ফারাহ খান জায়েদের দিকে স্যান্ডেল ছুড়ে মারেন।
জিজ্ঞেস করেন, জায়েদকে “কাট” বলার অধিকার কে দিয়েছে। তখন জায়েদ উত্তর দেন, একজন মানুষ মারা যাচ্ছে, এমন অবস্থায় আমার কাছ থেকে তুমি কিভাবে নাচ আশা করো?
তখন হুঙ্কার দিয়ে ফারাহ খান বলেন,
আমার সেটে তুমি “কাট” বলতে পারো না। “
ইউনিট মেম্বাররা তখন দেখলেন যে অসহায় সেই জুনিয়র আর্টিস্ট মাটিতে পড়ে আছে, সবাই মিলে তাকে সেবা দিলেন। এরপর শ্যুটিং শুরু হলো।
উল্লেখ্য কিছুদিন আগে #MainHoonNa মুভির ১৯ বছর পূর্ণ হল। জায়েদ খানের চরিত্রে প্রথমে হৃত্বিক রোশনের অভিনয়ের কথা থাকলেও “কাহো না পেয়ার হ্যায়” মুভি হিট হবার পর হৃত্বিক সরে আসেন।
