করন জোহরের ফিল্ম কাভি আলভিদা না কেহনা বা হাম তুম বা চলতে চলতের সেই রাণী মুখার্জির শাড়ি, মেকআপ, অরনামেন্টস, সবকিছুতেই একটা সামঞ্জস্যতার ব্যাপার যেন আছে।
বা বলা যায় রাণী এই ধরণের মর্ডান প্লাস সংস্কারী মেয়ের ক্যারেক্টার গুলোকে একটা আইকনিক পর্যায়েই নিয়ে গিয়েছিলো।
বিয়ের সাজ টা তে তার বাস্তব বিয়ের তুলনায় বেশি সুন্দর মানিয়েছে।
করন জোহার মারাত্মক গ্র্যান্ড স্কেলে ফিল্ম টা বানিয়েছে বোঝা যাচ্ছে, ফুল অন এন্টারটেইনমেন্ট থাকবে ধরা যায়।
রণবীর-আলিয়া জুটি হিসেবেও ম্যাচ করেছে ভালো।
বাকিটা ভাগ্যের উপর, বক্স অফিস কালেকশন আশানুরূপ হবে কিনা!
