ইতিহাস তৈরী করেও রাজা যেখানে ব্যর্থ

"A gentle man with hoodie"

অবশেষে পাঠান বাহুবালী ২ এর হিন্দি টোটাল নেট কালেকশন ৫১০ কোটি রুপি বীট করেছে, একইসাথে বলিউড বাদশাহ খান নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন। কিন্তু পাঠানের এমন অনন্য অর্জনের পাশাপাশি এক জায়গায় ব্যর্থ হয়ে গেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
কোথায়?

সেলফির সোমবার 1.15 কোটি নেট রেঞ্জে সংগ্রহের সাথে 55% কমেছে। এটির রবিবারেও তেমন কোন বৃদ্ধি ছিল না কালেকশনে এবং কালেকশন পতন আরও বেশি হলে অবাক হওয়ার কিছু ছিল না।

ছবিটি চার দিনে 11.25 কোটি নেট সংগ্রহ করেছে এবং এটি প্রথম সপ্তাহে 14 কোটি নেট সংগ্রহ করেছে৷

চলতি সপ্তাহ বক্স অফিস কি বলে?

এই সপ্তাহে কোনও বড় নতুন রিলিজ নেই তবুও ধরেই নেয়া যায় ছবিটি 20 কোটির অঙ্কে পৌঁছতে সক্ষম হবে না। এটি অক্ষয় কুমারের চলচ্চিত্রের জন্য একটি হাস্যকর সংখ্যা একইসাথে এটাও প্রতীয়মান করে বলিউডের বিপদ এখনো কাটেনি।

পাঠান ইতিহাস তৈরী করার পর সবাই একটু আশা করেছিল, এখন মানুষ হয়তো একটু হলমুখী হবে, লার্জার দ্যান লাইফ মুভি ছাড়াও মুভি হিট হতে পারে। কিন্তু সেই আশায় এখনো গুড়ে বালি।

পাঠান বাহুবালী ২ এর হিন্দি টোটাল নেট কালেকশন ৫১০ কোটি রুপি বীট করেছে।


পাঠানের এমন আকাশচুম্বী সাফল্যও মানুষকে হলমুখী করতে পারছে না, এটা মোটেও বলিউডের জন্য ভাল কিছু না। সন্দেহ নেই, বাদশাহকে আবার ফিরতে হবে, জাওয়ান দিয়েই হোক, বা ডাংকি দিয়ে, মানুষকে পরিপুর্নরুপে হলমুখী করতে হবে খান সাহেবকেই।


আর বলিউড ডিরেক্টরদের ছবি তৈরীতে আরো অনেক বেশি যত্নবান হওয়া উচিত। মানুষ যেখানে ঘরে বসেই অরিজিনাল, ভাল মানের মুভি দেখতে পাচ্ছে, যেখানে কেন গাটের টাকা খরচ করে রিমেক, এভারেজ মানের মুভি দেখতে যাবে? বড় পর্দার মুভিগুলোর সবচেয়ে বড় শত্রু এখন ছোট পর্দাই।

পরিচালকদের বুঝা উচিত শাহরুখের স্টার পাওয়ার একটা মুভি বাচিয়ে দিলেও অন্যন্য মুভিগুলো বাচিয়ে দেবে না। স্টারের চাইতে বলিউডের এখন ফোকাস দেয়া উচিত ছবির গল্প, অভিনয় আর প্রেজেন্টেশনে, যা মানুষকে মনে ধরতে পারে।

সাথে স্থানীয় কালচার ভেদে পরিমিত মাসালা মিশিয়ে দিলে মানুষ হলে আসতে বাধ্য।

পরিশেষে বাহুবালী ২ এর রেকর্ড ব্রেক করায় বাদশাহ খানকে শুভ কামনা, চার বছরের বিদায়, হাজারো অপমান, স্ট্রাগলের পর এই সাফল্য তাহার প্রাপ্য ছিল। বলিউড টিকুক বা না টিকুক, মানুষ বহুদিন মনে রাখবে বাদশাহর প্রত্যাবর্তনের এই কাব্য গাথাকে।

আর বাদশাহকেও ফিরতে হবে, আবার, বলিউডকে বাচাতে…
আরো একবার… শুভ কামনা রইল জাওয়ান, ডাংকি এর জন্য, সর্বোপরি বলিউড এর জন্য।

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights