ইন্ডিয়ান আইডল সিজন- ১৩’র বিজয়ি ‘ঋষি সিং’ জিতলেন একটি প্রাইভেট কার ও ১২ লাখ রুপি।

A boy got winning trophy

ইন্ডিয়ার গানের রিয়্যালিটি শো’র সবচেয়ে বড় আয়োজন ইন্ডিয়ান আইডলের আসর ১৩’তে বিজয়ী হলেন ঋষি সিং। শো বিজয়ী হিসেবে ঋষি পেয়েছে একটি নতুন প্রাইভেট কার, ২৫ লাখ রুপি ও চ্যাম্পিয়ন ট্রফি।

প্রায় অর্ধ বছর ধরে চলা গানের যুদ্ধের এ প্রতিযোগিতার চুড়ান্ত বিজয়ীর নাম অবশেষে পাওয়া গেল । অযোধ্যার ঋষি সিং চুড়ান্ত বিজয়ী হিসেবে জিতে নিল ইন্ডিয়ান আইডল ১৩’র বিজয়ীর মুকুট।

কলকাতার দেবস্মিতা রায়ের সাথে হাড্ডা হাড্ডি লড়াই করে ঋষি সিং হলেন শো ফাইনালিস্ট আর দেবস্মিতা রায় হলেন প্রথম রানার আপ।   

ইন্ডিয়ান আইডল ১৩’র চূড়ান্ত মঞ্চের ছয় জন প্রতিযোগী ছিলেন কলকাতার বিদিপ্তা চক্রবর্তি, সোনাক্ষি ক্ষর ও দেবস্মিতা রায়, জম্মু ও কাশ্মীর থেকে চিরাগ কাতওয়াল, ভরোদা থেকে শিবম সিংহ ও অযোধ্যা থেকে ঋষি সিং।

Three girls and three boys smiling in one poster
ইন্ডিয়ান আইডল সিজন -১৩’র চুড়ান্ত পর্বের ছয়জন প্রতিযোগী।

স্বপ্ন যেন সত্যি হল – ঋষি সিং

এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইন্ডিয়ান আইডল ১৩’র চ্যাম্পিয়ন ঋষি সিং জানিয়েছেন আমার বিশ্বাসই হচ্ছেনা আমি ইন্ডিয়ান আইডল চ্যাম্পিয়ন ট্রফি জিতেছি। এটা যেন স্বপ্ন সত্যি হওয়ার মতই যখন আমার নাম চুড়ান্ত বিজয়ী হিসেবে ডাকা হল তখন যেন আমি অবচেতন থেকে বাস্তবে ফিরে এসেছি।

তিনি আরও বলেন, আমি সম্মানিত বোধ করছি ইন্ডিয়ান আইডল শো’র ধারাবাহিকতা একজন বিজয়ী হিসেবে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি চ্যানেল, জাজ ও পুরো ইন্ডিয়ান আইডল টিমের প্রতি যারা আমাদের মত ট্যালেন্টদের প্রতিভা বিকাশের জন্য এরকম সুন্দর একটি গানের রিয়্যালিটি শো’ প্ল্যাটফর্ম তৈরি করেছেন।

তিনি আরও বলেন, আমি ভিওয়ারস ও ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই যারা আমাকে সাপোর্ট দিয়েছে ভোট দিয়েছে তাদের অনুপ্রেরণায় আমি আমার স্বপ্নকে সত্যি করতে পেরেছি।

ইন্ডিয়ান আইডল ১৩’র বিজয়ী ঋষি সিং সনি এন্টারটেইমেন্ট টেলিভিশন থেকে পেয়েছেন ২৫ লাখ রুপির একটি চেক এবং মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড থেকে ব্রেজ্জা মডেলের ব্র্যান্ড নিউ কার।

দেবস্মিতা রায় এবং চিরাগ কোতওয়াল যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন তারা প্রত্যেকেই পেয়েছেন একটি করে ৫ লাখ রুপির চেক ও রানার আপ ট্রফি। তৃতীয় ও চতুর্থ রানার আপ যথাক্রমে বিদিপ্তা চক্রবর্তী ও শিভম ঘোষ পেয়েছেন প্রত্যেকেই ৩ লাখ রুপির চেক ও ট্রফি।

তাছাড়াও চূড়ান্ত পর্বের ছয়জন ফাইনালিস্টই পেয়েছেন ১ লাখ রুপির চেক ও গিফট হ্যাম্পার।

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights