ঈদের আমেজেই মুক্তি পাবে ‘অন্তর্জাল’-সিয়াম আহমেদ

"four different posters of various movies"

নিশো ভাই প্রথমবারের মতো আসছেন বিগ স্ক্রিনে। রাফী তো আমার প্রথম ফিল্মের ডিরেক্টর। মাহফুজ ভাই কামব্যাক করছেন এতগুলো বছর পরে।

ওদিকে চয়নিকাদির প্রথম ফিল্মে অভিনয় করেছি আমি। শাকিব ভাই আসছেন নতুন লুকে। হিমেল ভাইয়ের ডিরেকশনে আমি নাটকে অভিনয়ও করেছি।

ঈদের পর মুক্তি পাবে সিয়াম আহমেদ অভিনীত ও দিপঙ্কর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমা। ঈদে মুক্তি প্রাপ্ত সিনেমার শুভেচ্ছা জানিয়ে সিয়াম আহমেদ তার ফেসবুক ওয়ালে স্ট্যাটাস শেয়ার করেছেন।

নীরব ভাই, বুবলী, তাসকিন আসছে ফুল অন কমার্শিয়াল সিনেমা নিয়ে। সৈকত নাসির ভাইয়ের স্টাইলিশ মেকিং ভালো লাগে।

অপুদি, সায়মন ভাই আসছেন একটু ভিন্ন জনরার সিনেমা নিয়ে। ইটস লাইক অ্যা ফ্যামিলি!

এই ঈদে মুক্তি পেতে যাওয়া সবগুলো সিনেমার জন্য অনেক অনেক শুভকামনা। আর হ্যাঁ, ঈদের আমেজ থাকতে থাকতেই আসছে ‘অন্তর্জাল’ ❤️

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights