এই একটি অনুষ্ঠান যেটা কয়ে প্রজন্ম ধরে দেখে আসছে। সুস্থ বিনোদনের প্রতীক বলা হয় ইত্যাদি অনুষ্ঠানকে, পাশাপাশি সামাজিক অসঙ্গতি, নির্মল হাস্য রস ও দেশি বিদেশিদের মনোরম উপস্থাপনা ভরপুর পুরো ইত্যাদি অনুষ্ঠান।
হানিফ সংকেতের রচনা ও পরিচালনায় এবারও তার ব্যাতিক্রম হচ্ছেনা দেশ বিদেশের দর্শকরা এবারও মুখিয়ে আছে ঈদ ইত্যাদি উপভোগ করার জন্য।
প্রতি বছরের মত এবারও ঈদ আনন্দের সাথে দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসছে হানিফ সংকেত এর ইত্যাদি। ইত্যাদির প্রতিটি পর্বই অনুষ্ঠানের মূল পরিকল্পনার সঙ্গে সংগতি রেখে সমসাময়িক বিষয়কে গুরুত্ব দিয়ে তৈরি করা হয় বলেই দর্শকরা প্রতিটি বিষয়ে বৈচিত্র্য ও আলাদা স্বাদ খুঁজে পান। এবারও তার ব্যতিক্রম নয়। এবারও থাকছে ইত্যাদি’র জমকালো আয়োজন এবং চমকানো সব বিষয়।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। ঈদের বিশেষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ০৮টার বাংলা সংবাদের পর।
