আপনি যদি মহানগর সিরিজের প্রথম সিজন দেখার পর থেকে এই সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তাহলে আগামী ঈদুল ফিতরের দিন আপনার সেই অপেক্ষা শেষ হতে চলেছে। কারণ এইদিনেই মহানগর ২ মুক্তি পেতে চলেছে।
ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে ভারতীয় নির্মাতাদের কন্টেন্টগুলোর উপর শক্ত ভাবে রাজত্ব করছে বাংলাদেশের নির্মাণগুলো। প্রতিটা কাজ হচ্ছে প্রশংসিত। নির্মাতারা তাদের সাহসী বক্তব্যগুলো দৃঢ় হাতে চিত্রায়ন করে চলেছে।
এ ধারায় সবচেয়ে অগ্রগামী আশফাক নিপুন। তার কন্টেন্ট ‘মহানগর’ এ পর্যন্ত নির্মিত সিরিজগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয়। দর্শক দীর্ঘ সময় এটির জন্য ও নিপুনের ওসি হারুনের অপেক্ষায় থেকেছে।
মোশাররফ করিমের লিজেন্ডারি অভিনয় যাদুতে ওটিটির অসংখ্য চরিত্রের মধ্যে ওসি হারুন রাজত্ব করছে।
আগামী ২০ এপ্রিল হইচই নিয়ে আসছে ‘মহানগর ২’। গল্পের সমাপ্তি হবে নাকি আর বড় কোন জট সৃষ্টি হবে সেটি দেখার জন্য অপেক্ষার বিকল্প নেই।
আপাতত দর্শক ঈদের সিনেমা, নাটক, সিরিজের মধ্যে ‘মহানগর ২’ এর জন্যই সবচেয়ে বেশী উন্মুখ হয়ে আছে।