সিনেমাতে শাহরুখ খানের পাশাপাশি" />

ঈদে আসবে ‘জওয়ান’ ছবির নতুন ঘোষণা !!

"a poster for the upcoming film,'jawan '"

শাহরুখ খান অভিনীত “জওয়ান” সিনেমাটি মূলত “প্রতিশোধ নেওয়া” গল্পের উপর নির্মিত হয়েছে। শাহরুখ খানকে দু’টো ভিন্ন চরিত্রে দেখা যাবে। দু’টো শাহরুখ খানের মধ্যে বেশ অনেকটাই “বয়সের ব্যাবধান” থাকবে।

সিনেমাতে শাহরুখ খানের পাশাপাশি নায়িকা থাকছেন “নয়নতারা”।

শাহরুখ খান ক্যারিয়ারে যত সিনেমা করেছে তারমধ্যে এই সিনেমার কাজ শেষ করতে অনেক সময় লেগেছে এবং পিছনের সকল সিনেমাকে টপকে ” জওয়ান” এ বেশ এ্যাকশান করতে দেখা যাবে তাকে।

সিনেমাতে সাউথের ফ্লেবার পাওয়া যাবে বেশি, বলিউডের মূল ধারার এ্যাকশান-রোমান্স থেকে সম্পূর্ণ ভিন্ন জওয়ান।

মিডিয়া তথ্য অনুযায়ী চলতি মাসের ২৫ কিংবা ২৬ তারিখ জওয়ান সিনেমা থেকে কিছু একটা প্রকাশ করা হবে। যদি এই ডেটে কোন কিছুই না আসে তাহলে ঈদ উপলক্ষে অবশ্যই ভক্তদের উপহার দিবেন শাহরুখ খান।

সময় বলে দিবে সেটা কি উপহার 😉

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights