ঈদ-উল-ফিতরে সর্বাধিক নাটক মুক্তি পাবে অপূর্বর চরিত্রে এনেছেন ভিন্নতা …

"a man in a leather jacket leaning on a wooden door"

রোম্যান্টিকতার পাশাপাশি অন্যান্য চরিত্রেও অভিনয় করে আসছেন অপূর্ব। ঈদে তাই তাকে দেখা যাবে একাধিক চরিত্রে ভিন্ন ভিন্ন লুকে। নিজেকে ভেঙে আবার গড়াচ্ছেন যেন।  

টিভি ও ইউটিউব দুই প্ল্যাটফর্ম মিলিয়ে গোটা তিরিশের বেশি ঈদ নাটকে দেখা যাবে অপূর্বকে। গতবারের ঈদের নাটকের চেয়ে এবারের নাটকের সংখ্যা তুলানামুলক কমই বলেন অপূর্ব।

গল্প ও চরিত্র দুটোরই সমান গুরুত্ব বুঝেই তিনি নাটকগুলিতে অভিনয়ে রাজি হয়েছেন বলে অপূর্ব জানিয়েছেন। বাবার চরিত্র কিংবা জাল টাকার কারবারি এরকম দুই একটা নাটকের ক্যারেক্টারের কথা তিনি জানালেন।

সময়ের সাথে দর্শকের রুচি পরিবর্তন হওয়ায় অপূর্ব নাটক নির্বাচনেও বেশ সচেতন কথা প্রসঙ্গে ওটিটি প্ল্যাটফর্মের কথা জানালেন।

"a man with sunglasses sitting in the back seat of a car"
ঈদে অপূর্ব অভিনীত সর্বাধিক ৩০ টি নাটক মুক্তি পাবে। ছবি – ফেসবুক

ঈদে অভিনীত অপূর্বর অন্যান্য নাটকের মাঝে রয়েছে ডিয়ার ভিলেন’, ‘প্রিয় পরিবার’ ‘রুনু ভাই ৩’, ‘প্রীতি মাই লাভ’, ‘জোছনাহারা’, ‘পথে হলো পরিচয়’, ‘সারপ্রাইজ’, ইত্যাদি।

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights