ঈদ নাটক মানেই মোশারফ ও চঞ্চলের অভিনয়ের লড়াই …

" A Collage Photo of Two man"

ঈদ আসলেই দর্শক বিভোর হয়ে থাকে বাংলাদেশের দুজন টিভি অভিনেতার অভিনয়ের লড়াই দেখার জন্য। পারিবারিক, সামাজিক, হাসির সব ধরনের নাটকেই বাংলাদেশের দুজন অভিনেতা মোশারফ করিম ও চঞ্চল চৌধুরি অনবদ্য অভিনয় দিয়ে দর্শকের মন জুড়িয়ে দেয়। দেখা যাক এবার ইদ-উল-ফিতরে কে কোন কাজ দিয়ে দর্শক মাতাবেন।

ঈদে মোশারফ করিমের নাটক না থাকলে যেন টেলিভিশনে ঈদ আমেজটাই আসেনা। ওটিটি ম্যাধ্যমে ব্যস্ত সময় পার করাতে ও খুব বেছে কাজ করাতে মোশারফ করিমের ঈদ নাটকের সংখ্যাও অনেক কমে গিয়েছে। তারপরও এই চরিত্র ও গল্প বাছাই করে কম করে হলেও পনেরটি বেশি  ঈদ নাটকে তিনি অভিনয় করছেন। ঈদে দর্শকদের চোখ টিভি পর্দায় ঘুরে বেড়াচ্ছে কোন চ্যানেলে কখন মোশারফ করিমের নাটক। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন নাটক গ্রুপেও তথ্য সংগ্রহ করে ভক্তরা পোস্ট ছাড়ছেন মোশারফ করিমের নাটকের।

"A man posing front of camera in a street with old car model Vox yagona"
অভিনেতা মোশারফ করিম । ছবি- ফেসবুক

অন্যদিকে আর এক জনপ্রিয় টিভি অভিনেতা চঞ্চল চৌধুরী এই ঈদে নাটকের সংখ্যা একেবারেই কমিয়ে দিয়েছেন। চঞ্চল চৌধুরী মতে টিভি নাটকে ইদানীং তিনি কাজে স্বাচ্ছ্যন্দ বোধ করেননা, বাজেট, লোকেশন ও গল্পের বৈচিত্রতা কম থাকায় তিনি এমন মন্তব্য করেন। সবকিছু মিলিয়ে চঞ্চল চৌধুরী ওটিটি প্ল্যাটফর্মে কাজের ব্যাপারে বেশ মনোযোগী। তারপরও ঈদ একটি বড় উৎসব তা থেকে তিনি তার দর্শকদের বঞ্চিত করতে চাননা। গল্প,চরিত্র ও বাজেট সব কিছু তার মনের মত হওয়ায় ঈদে দুটি খন্ড ধারাবাহিক ও একটি টেলিছবিতে তিনি অভিনয় করছেন।   

"A man rounding on river boat"
অভিনেতা চঞ্চল চৌধুরি। ছবি -ফেসবুক
No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights