‘উল্লু কা পাট্ঠা!’, কপিল শর্মার শো নিয়ে অক্ষয় কে কটাক্ষ হল মালিকের।

"an image of two men with different facial expressions"

সেলফি ফ্লপ করায় টানা পাঁচটি ছবি সাফল্যের মুখ দেখল না অক্ষয় কুমারের। আর তা নিয়ে খিলাড়ি অভিনেতার উপর বেজায় চটলেন মুম্বইয়ের গেইটি গ্যালাক্সি হলের মালিক। 

কয়েক বছর হয়ে গেল বক্স অফিসে সাফল্যর মুখ দেখেনি অক্ষয় কুমারের ছবি। সেলফি ফ্লপ করায় এই নিয়ে টানা পাঁচ নম্বর ফ্লপ উপহার দিলেন খিলাড়ি কুমার।

আর এতেই অভিনেতার উপর চটেছেন মুম্বইয়ের জনপ্রিয় সিনেমা হল গেইটি গ্যালাক্সির মালিক মনোজ দেশাই। অক্ষয়ের কপিল শর্মা শো-তে যাওয়ার কড়া নিন্দে করেছেন তিনি।

‘ওই শালা কপরিল শর্মার শো-তে আপনি পরশুও গিয়েছিলান। কী লাভ হল তাতে? ও তো নিজে উল্লু কা পাট্ঠা। ওর শুধু টাকা চাই। সোনি থেকে পায় মাল। জনগণকে বোকা বানাবে। জনগণকে হাসাবে।’

সঙ্গে যোগ করেন, ‘আপনি কেন বারবার যান ওখানে? আপনি কোনও বিনিয়োগ করেছেন ওখানে? ওটা তো সলমন খানের শো। আপনি কেন ওই কপিলের কাছে যান? আমাকে আমার বন্ধুরা, আমার দর্শকরা পর্যন্ত বলেছে অক্ষয় তো রোজই কপিল শর্মার শো-তে যায়, ওঁকে কি এসব মানায়?

আমি এখন আপনাকে প্রশ্ন করছি রোজ কপিল শর্মার শো-তে যাওয়া কি আপনাকে আদৌ মানায়?’

‘কখনও তোমার প্রশংসা করে, কখনও আবার তোমাকে অপমান করে। এইসব আপনাকে মানায়? কেন যাচ্ছেন আপনি ওখানে? কী হয়ে গেছে আপনার?’, বলে নিজের বক্তব্য শেষ করেন।

সেলফি মুভিতে অক্ষয় কুমার ও ইমরান হাসমি

কেমন চলছে অক্ষয়ের ক্যারিয়ার ?

অক্ষয়ের কেরিয়ারের ১৪ বছরের সবচেয়ে খারাপ সিনেমা হতে চলেছে ‘সেলফি’। প্রথম সপ্তাহান্তে এই ছবির আয় ছিল ১০ কোটির মতো। খুব সম্ভবত এই বৃহস্পতিবারের পর অক্ষয়ের সিনেমার হল পাওয়াও মুশকিল হয়ে যাবে।

অক্ষয়ের শেষ হিট ২০২১ সালের সূর্যবংশী। এরপর ২০২২ সালে ৫টি সিনেমা মুক্তি পেয়েছিল তাঁর। যার মধ্যে চারটি হলে মুক্তি পায়- বচ্চন পাণ্ডে, সম্রাট পৃথ্বীরাজ, রক্ষাবন্ধন, রাম সেতু। চারটিই সুপার ফ্লপ। পাঁচ নম্বরটি কাঠপুতলি মুক্তি পায় ওটিটি-তে। সেটি যদিও দর্শক দ্বারা বিশেষ প্রশংসা পেয়েছে।

তবে বক্স অফিসের কাঙ্খিত সাফল্যের মুখ দেখার সৌভাগ্য হয়নি এখনও। এখনও হাতে রয়েছে ওএমজি২, ক্যাপসুল গিল, বড়ে মিঞা ছোটে মিঞা।

কপিল শর্মা শোতে ছবির প্রমোশনে অক্ষয় কুমার ও অন্যান্যরা

তবে কি সেলফি ফ্লপ ?

সেলফি ফ্লপ হওয়া নিয়ে এক সাক্ষাৎকারে অক্ষয় বলেছিলেন, ‘এটা আমার সঙ্গে প্রথমবার হচ্ছে না। আমার কেরিয়ারের একটা সময় এক টানা ১৬টা ছবি ফ্লপ করেছিল। এরপর এমন একটা সময় গিয়েছে যখন আমার পর পর ৮টা ছবি বক্স অফিসে চলেনি।

এখন আবার টানা ৩-৪ টে ছবি বক্স অফিসে চলল না। এটা সম্পূর্ণ আমার ভুলের জন্যই হচ্ছে। দর্শক বদলে গিয়েছে। ফলে সেই অনুযায়ী আপনাকে নিজেকে বদলাতে হবে।

নতুন করে শুরু করতে হবে, কারণ দর্শকরা নতুন কিছু দেখতে চাইছে।’

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights