নিজের স্বামীকে খুঁজে পেতে সকল পুলিশ অফিসারদের কাছে সাহায্য চেয়েছেন নীরা। কিন্তু কেউ তার স্বামীকে খুঁজে দিতে পারেন নি। তাই আর কোন উপায় না পেয়ে নীরা অবশেষে এবার দ্বারস্থ হলেন এএসপি গোলাম মামুনের।
শেষ পর্যন্ত এএসপি গোলাম মামুন কি পারবেন নীরার স্বামী জিল্লুরকে খুঁজে বের করতে?
এখন কথা সেটা না। কথা হচ্ছে, মিশন হান্টডাউনে এএসপি গোলাম মামুন ওরফে জিয়াউল ফারুক অপূর্ব কোত্থেকে আসলেন! তবে কি তিনিও থাকছেন এই সিরিজে?
সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ এর যৌথ প্রযোজনায় আগামী ২৮ জুন জনপ্রিয় ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে আসছে ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’।
