ঢালিউড অভিনেত্রী ও চলচিত্র শিল্পী সমিতির সাধারন সম্পাদক নিপুন আকতার পনেরই মার্চে তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি ক্লিভেজ ছবি আপলোড দেবার সাথে সাথেই তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পরে।
ছবিটির সাথে নিপুন কোন ক্যাপশন লিখেননি, তার এ ছবি আপলোড দেবার পরই নেটিজেনদের মাঝে তা চর্চিত বিষয় হয়ে দাড়ায়। ভক্তদের কমেন্টসে ভরে যায় তার কমেন্টস বক্স, ইমোজিতে উপচে পরতে থাকে তার প্রোফাইল পিকচার।
বুক খোলা ঝলমলে গাউন পোশাকে এক হাতে ম্যাচিং ব্যাচম্যাট অর্ধেক কার্লি হেয়ার স্টাইল, কানে বড় দুল, হাঁটু অব্দি উন্মুক্ত সোফার এক কোনে বসে আকর্ষণীয় ভঙ্গিতে বসে তোলা ছবিতে নিপুনকে যেন এক অন্য নিপুন মনে হচ্ছে।
বয়সের বাঁধা পেরিয়ে ঢালিউড নায়িকা নিপুন নিজেকে আকর্ষণীয়া এক অন্য নিপুনকে তুলে ধরেছেন।