কয়টা প্রেম করেন আপনি? একটা – কিন্তু যার লগে করি হ্যায় জানে না।

Starrer Antonogor chorki OTT Web Film Poster

এখন ইলিয়াস কি প্রেম বলতে আকারে ইঙ্গিতে রোজিনার কথা বলছে নাকি তার মনে উঁকি দেয় অন্য কোনো নারী?

সেটা বোঝা না গেলেও ইলিয়াস-রোজিনার মধ্যে যে কিছু একটা আছে সেটা নিশ্চিত। হোক তা টাকা-পয়সার লেনদেন বা অন্য কিছু!

ঢাকায় টাকা ওড়ে আর সেই টাকা ধরতে লাফালাফি করে অজস্র মানুষ। তাদেরই ভীড়ে মিশে থাকা দুজন মানুষ হচ্ছে ইলিয়াস আর রোজিনা। ওরফে শ্যামল মওলা ও রুনা খান। শ্যামল মওলা তো এখন ওটিটির রাজা। তাকে নিয়ে কিছু বলার নেই।

তবে অনেকদিন পর পর্দায় রুনা খানকে দেখা যাবে। রোজিনা চরিত্রের সাথে তিনি মিশে যেতে পারেন কীনা সেটিই এখন দেখার বিষয় আন্তঃনগর চরকি ফিল্মে।

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights