কালো ত্বক ফর্সা করবেন কিভাবে !! DIY টিপস  

Starrer কালো ত্বক ফর্সা টিপস Beauty tips skin care black glow

কালো ত্বক কি আসলেই ফর্সা করা যায় কিনা উজ্জ্বল ত্বক পেতে কি কি ঘরোয়া টিপস আছে। আইডিয়া জানাচ্ছেন এস্থেটিক ফিজিশিয়ান, ডঃ নুজহাত জাহান।

প্রথমেই বলব যে একদম ক্লিন ফেস মানে আপনাকে অবশ্যই মুক্তি ভালোমতো ধুতে হবে ধোয়ার পরে অবশ্যই একটি ভালো ময়েশ্চারাইজার ইউজ করতে হবে।  তারপর সান প্রোটেকশন ক্রিম বা সানব্লক ইউজ করতে হবে। স্কিন টাইপ বুঝে আপনার সানস্ক্রিন ইউজ করতে হবে তা না হলে সূর্যের ক্ষতিকর রশ্মি সেটা আপনার স্কিনকে আরও কালো করে দিবে।  

রাতের কিছু প্রোডাক্ট ইউজ করতে হবে যারা আসলেই ফর্সা ত্বক চান তাদের জন্য, ব্রাইটেনিং কিছু প্রোডাক্ট আছে সেগুলো ইউজ করতে হবে। পাশাপাশি আপনারা হলুদের গুঁড়া এক্সট্রা ইউজ করতে পারেন। অরিজিনাল হলুদের গুড়া কিন্তু আপনার স্কিনের জন্য খুবই ভাল একটি উপাদান এন্টি-অক্সিডেন্ট।

হলুদের গুঁড়া অল্প হাফ চামচ নিয়ে তার সাথে বেসনের গুড়া মিশিয়ে অল্প পানি বা দুধের সাথে পেস্ট বানিয়ে আপনি যদি আপনার ফেইস কিছুক্ষণ লাগিয়ে রাখেন ড্রাই হওয়া পর্যন্ত তারপর সেটি আপনি একদম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন।  তাহলে এটা আপনার স্কিনকে একটা গ্লো দিবে যে গ্লো দেখলে আপনি বুঝবেন আপনার ত্বক আসলেই ফর্সা হয়েছে। এটা আপনি করতে পারেন মাসে একবার অথবা দুবার।

Starrer Doctor Nujhat Beauty tips skin care Black Glow

সবাই জানেন যে মধু অনেক উপকারী একটি উপাদান, আপনার ফেইসে মধু লাগিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং তারপর যখন একটু হালকা ড্রাই হয়ে যাবে তখন আপনি একটু ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন।  এটাও কিন্তু আপনি মাসে একবার. দুবার করে করতে পারেন।

আর একটি উপাদান যেটি সেটি হচ্ছে পেপে, পেপে কিন্তু আপনারা যখন আমরা খাই সেটা কিন্তু আমরা বডি সিস্টেমের জন্য খুবই ভালো। পেপে আমরা ফেইসেও পারি, পেপে একটু ব্র্যান্ড করে তারপর যেই পেস্টটা হবে সেটা আপনি মুখে লাগিয়ে রাখবেন কিছুক্ষণ ড্রাই হওয়া পর্যন্ত। তারপর পানি দিয়ে ধুয়ে ফেললে আপনার ফেসটা কিন্তু অনেক বেশি ব্রাইট মনে হবে।

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights