বাজিগর সিনেমার ” এ মেরে হামসফর” গানের জন্য প্রথম ক্যামেরা ফেস করি আমি। ইউনিটের সবাই লোকেশনে চাদর, কম্বল নিয়ে এসেছিলেন কারন তাপমাত্রা ছিল মাত্র ৮ ডিগ্রী। আর সিনেমার ফিল্মি কামিজ পড়ে আমি রীতিমতো কাঁপছিলাম।
তখন বয়স মাত্র ১৭, কলেজ পাশ করে বেরিয়েছি, যদিও অনেকেই আমাকে পছন্দ করতো কিন্তু আমি কখনো কোনো ছেলেকে জড়িয়ে ধরিনি।
এইজন্য আমি বেশ নার্ভাস ছিলাম, যা গানটার লুকের জন্য দরকার ছিল। ক্যামেরা আমার ব্যাক সাইড থেকে ধরা হয়েছিল। ঈশ্বর কে ধন্যবাদ যে শাহরুখ ছিলেন।
তিনি আমাকে একপাশে ডেকে নিয়ে বললেন, তুমি যতই সুন্দর এক্সপ্রেশন দাও, ক্যামেরাই তোমার দর্শক। ক্যামেরা ছাড়া কেউই তোমাকে এই মুহুর্তে দেখছেনা। “
তার এই পরামর্শ আমাকে ক্যামেরা ফ্রি হতে সাহায্য করেছিলো।”
২০২২ সালে Hindustan Times কে দেয়া এক সাক্ষাৎকার এ শিল্পা শেঠী জানান।
