সুড়ঙ্গ সিনেমার আইটেম গান নিয়ে নিজের এই অভিব্যক্তি ব্যক্ত করেছেন নির্মাতা রায়হান রাফি৷ সমসাময়িক পরিচালকদের মাঝে তিনি যেহেতু দর্শক পালসটা সবচেয়ে ভালো বুঝেন, তাই তার এই বিগ বাজেটের আইটেম গানটি যে গল্পের অলংকার এটুকু আশা আমরা সুড়ঙ্গ ও রাফির উপর করতেই পারি।
‘কলিজা আর জান’ শিরোনামের এই গানটি আজ চরকি প্ল্যাটফর্ম ও ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার পর থেকেই এই নিয়ে নানা রকম মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে মুভি গ্রুপগুলোতে। অধিকাংশরাই এই গানটিকে আমাদের সংস্কৃতির জন্য বড্ড বেমানান হিসেবেই মনে করছেন।
কিন্তু আমার মনে হয় একটা বৃহৎ শ্রেণীর মানুষের আনন্দের জন্য হলেও এসব গানের প্রয়োজন রয়েছে। আপনি-আমি হয়তো একটা ভালো গল্প সাথে অভিনয়, সিনেমাটোগ্রাফি এসব দেখতেই সিনেপ্লেক্সে ভীড় করবো।
কিন্তু এর বাইরেও রায়হান রাফিসহ বাংলা বানিজ্যিক সিনেমার কিছু দর্শক শুধু একটু হুল্লোড় করতে কিংবা শিস দিতে নিকটবর্তী সিনেমাহলে টিকেট কাটেন। এদের কাছে সিনেমা মানেই শুধু বিনোদন। এরা গল্প-অভিনয়ের বিশ্লেষণ পার্থক্য করতে পারে না।
বাংলা কমার্শিয়াল সিনেমার কথা ভাবতে হলে এসব দর্শকদের কথাও ভাবতে হয় পরিচালকদের।