বর্তমানে সাউথের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তৃষা ক্রিশনান। বয়স চল্লিশ পেড়িয়ে গেলেও ডেডিকেশন কিউটনেস যেনো ঠিক আগের মতোই আছে।
সব মিলিয়ে সাউথের আলাদা আলাদা ইন্ডাস্ট্রিতে প্রায় হাফডজন প্রজেক্টে কাজ করছেন তিনি।
লিও, অজিত কুমার,ধানুষ ও কমল হাসানের পরবর্তী ফিল্ম, দ্যা রোড রিলিজের অপেক্ষায় আছে। পনিয়ান সেলভানের সাফল্যের পর আবারও মনি রত্নমের একটি ফিল্মে দেখা যাবে Trisha Krishnan কে। এছাড়া মোহনলালের বিপরীতেও একটি ফিল্ম করার কথা রয়েছে তার।
আপকামিং সব ফিল্মের জন্য অনেক অনেক শুভকামনা রইলো প্রিয় অভিনেত্রী।
ফেসবুক সংগৃহীত ছবিঃ








