চোখে যা দেখা যায়, সেটা দেখা যায় না! কী দেখাতে চাইছে প্রহেলিকা? কেনই বা বলছে সিনেমাটি দেখলে অবাক হতে হবে? ‘প্রহেলিকা’ আসছে ঈদুল আজহায়।
গানে, গল্পে, সন্দেহে, ভালোবাসায়, বিশ্বাসে, অবিশ্বাসে- মাতাবে প্রহেলিকা।
রঙ্গন মিউজিক প্রযোজিত চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ আসছে ঈদুল আজহায়, আপনার কাছের প্রেক্ষাগৃহে, আপনাকে অবাক করে দিতে…
সবার আগে ঈদের সিনেমার ট্রেলার দিয়ে দিলো ‘প্রহেলিকা’। একের পর এক দারুণ গান, টিজারের পর ট্রেলার নিয়ে আসলো টিম প্রহেলিকা।
কেমন লাগলো ট্রেলার আপনাদের?
মাহফুজ আহমেদকে অন্যরকম লাগছে, নাসিরউদ্দিন খানের চরিত্রটাও বেশ মিস্টিরিয়াস। গানগুলোর পর ট্রেলার দিয়েও মুগ্ধ করলো ‘প্রহেলিকা’।