‘জওয়ান’ SRK প্রথম প্যান ইন্ডিয়ান মুভির রিলিজ ডেট স্থগিত যে কারনে …

"a man sitting on top of a metal bench"

শাহরুখ খানের জওয়ান মুভির রিলিজ ডেট পেছানো হল। কি কারনে রিলিজ ডেট পেছাল? শাহরুখের জওয়ান কবে রিলিজ হতে পারে ? শাহরুখ ফ্যানদের জন্য এটি একটি মন খারাপ করা সংবাদ। শাহরুখ ভক্তরা অধীর অপেক্ষায় ছিল জওয়ান মুভির রিলিজ ডেট ঘোষণার তাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

জওয়ান মুভির রিলিজ ডেট ২রা জুন ঘোষণা করা ছিল কিন্তু সেটা বাতিল করা হয়েছে। প্রশ্ন এখন এটাই শাহরুখের জওয়ান মুভির মেকার কেন এই সিধান্ত নিল। যেখানে শাহরুখের পাঠান মুভির ব্লক বাস্টার সাকসেসের পর সবার নজর শাহরুখের ম্যাচ ওয়েটেড জওয়ান মুভির দিকে ছিল যার ডিরেকশনে আছেন সাউথ ডিরেক্টর এটলি।

সুত্রমতে, VFX (ভার্চুয়াল ইফেক্টস) ওয়ার্কের কারনেই জওয়ান মুভির রিলিজ ডেট পেছানো হয়েছে। জওয়ান মুভির ডেভেলপমেন্ট টিমের এক সদস্যের কথামতে ছবির VFX নিয়ে ডিরেক্টর এটলি সন্তুষ্ট নন। তাই নতুন করে VFX সাঁজাতে রিলিজ ডেট স্থগিত করা হয়েছে। ডিরেক্টর এটলির মতে খারাপ VFX সাথে মুভি রিলিজ না করে সময় নিয়ে আরও ভাল VFX সাজিয়ে মুভি রিলিজ করাই ভাল।

সূত্রমতে, জওয়ান মুভির VFX নিয়ে শাহরুখের রেড চিলিস কোম্পানির গ্লোবাল VFX কোম্পানির সাথে কথা চলছে যার কারনেই ডিরেক্টর এটলি নতুন রিলিজ ডেট ভাবছেন।

গুঞ্জন উঠেছে, ২৯ই জুন ও আগস্টের মাঝামাঝি সময়ে জওয়ান মুভির নতুন রিলিজ ডেট ঘোষণা আসতে পারে। থিয়েটারে জওয়ান মুভি রিলিজের জোড় সম্ভাবনা আছে ১১ই আগস্ট অথবা ২৫ই আগস্ট। জওয়ান হতে যাচ্ছে শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি।

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights