‘জ্যাডেড’ গানের কথা জানাতে গিয়ে ইমোশনাল হয়ে পড়লেন মিলি সাইরাস।  

a woman in a red dress singing into a microphone

মিলি সাইরাসের নতুন মিউজিক এলব্যাম ‘এন্ডলেস সামার ভ্যাকেশন’ রিলিজ পেয়েছে যার মধ্যে ‘জ্যাডেড’  গানটি শ্রোতারা দারুন পছন্দ করেছে। অডিও প্ল্যাটফর্ম ‘ফ্লাওয়ার ও গিয়ার’ এ মিলির নতুন এলব্যামের লিস্টে দুইয়ে থাকা ‘জ্যাডেড’ গানটি শ্রোতাদের মাঝে দারুন সাড়া ফেলেছে।

গানের কথা সম্পর্কে মিলি বলেন একটি সম্পর্ক আর কাজ করেনা শত অনুযোগ ও অর্জনেও সে সম্পর্ক আর এগোইনা। সাইরাস বলেন জ্যাডেড গানটির কথাগুলো তাকে এক্স-স্বামী লিয়াম হেম্সওয়ার্থ সম্পর্কে অনেক কিছু মনে করে দেয়।

২০১৯ সালে তাদের দুজনের সম্পর্কে বিচ্ছেদ চলে আসে, আর জেডেড গানের কথাগুলো সেই সময়কার তাদের দুজনের অবস্থায় বর্ণনা করে। জ্যাডেড শব্দটি তখন থেকেই মিলির মাথায় ঘুরছিল যার অর্থ ক্লান্তি বা শ্রান্তি দেওয়া।

Miley Cyrus – Endless Summer Vacation (Backyard Sessions)

YouTube: Miley Cyrus

Views: 2.3M

Release Date: March 27, 2023

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights