টার্কিশ কিউটি স্মাইলি দেরিয়া কোটেন

derya koten, instagram model, starrer,

টার্কিশ কিউট গার্ল দেরিয়া কোটেনের একটি ভিডিও রিল সম্প্রতি তার ইন্সটাগ্রাম একাউন্ট থেকে ভাইরাল হয়েছে। ভিডিও রিলে তিনি একটি লাইভ কনসার্টে দর্শক সারি থেকে গানের সাথে পারফর্ম করতে থাকেন গানটির কথা একাত্তর বাহাত্তর মত শুনালেও আসলে তা টার্কিশ ভাষায় গাওয়া।

ইন্সটাগ্রাম মডেল দেরিয়া কোটেন বেশ নিয়মিতই ছবি ও ভিডিও আপলোড দিয়ে আসলেও সম্প্রতি এই ভিডিও রিল ভাইরাল হবার কারনে এখন সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে সার্চের পরিমান বেড়ে গেছে।

তার কিউটনেসের হাসির জন্য নেটিজেনরা হুমড়ি খেয়ে পড়েছে তার ইন্সটাগ্রাম প্রোফাইলে। কয়েক দিনের ব্যবধানেই দেরিয়া কোটেনের ফলোয়ার সংখ্যা বেড়ে 208k গিয়ে ঠেকেছে।

২৮ বছরের অধিকারী দেরিয়া কোটেনের জন্ম ও বেড়ে উঠা ইস্তানবুলে হলেও বর্তমানে তিনি লন্ডনে বসবাস করেন। পেশায় ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দেরিয়া কোটেন ফেসবুক, ইন্সটাগ্রাম ও গুগল মার্কেটিং টুলস নিয়ে কাজ করছেন।

দেরিয়া তার ইন্সটা প্রোফাইলে বায়ো, ফ্যামিলি ও রিলেশনশিপ সম্পর্কে কিছু শেয়ার করেননি। দেরিয়া তার ইন্সটা প্রোফাইলে ১০২ টি পোস্ট শেয়ার করেছেন প্রতিটিতেই প্রচুর লাইক ও কমেন্টেস।

৫ফিট ৭ ইঞ্চি উচ্চতা ও আকর্ষণীয় ফিগারের অধিকারি দেরিয়া কোটেন তার ফিটনেস নিয়ে বেশ সচেতন প্রায়ই ফলোয়ারদের সাথে তার ওয়ার্কআউট রুটিন শেয়ার করেন।

তবে দেরিয়া কোটেনের সব চেয়ে আকর্ষণীয় দিক তার কিউটনেস হাসি যার কারনেই নেটিজেনরা হুমড়ি খেয়ে পড়েছে।

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights