এই প্রজন্মের প্রায় সবাই জেনেছেন যে বাংলাদেশের প্রথম টেলিফিল্মের নির্মাতা হুমায়ূন আহমেদ এবং সেটার নাম “নীতু তোমাকে ভালবাসি”, যা ১৯৯৯ সালের ঈদ উল আযহায় প্রচারিত হয়।
কিন্তু প্রচারের পর দেখা গেল সেটা টেলিফিল্ম হয়নি বরং হুমায়ূন আহমেদের অন্যসব নাটকের মতো হয়ে গেছে।
তবে এই প্রজন্ম যেটা জানেনা, তা হলো, টিভিতে প্রচারিত প্রথম টেলিফিল্মের নাম “আড়াল”।অরুণ চৌধুরী র পরিচালনায় সেটা ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসে প্রচারিত হয়, যাতে অভিনয় করেন আফজাল হোসেন, মৌসুমী ও তৌকির আহমেদ।
টেলিফিল্মটি প্রচারিত হয় সন্ধ্যাবেলায় আর এর ব্যপ্তি ছিল ৮৬ মিনিট।
১৯৯৬ সালে আরেকটা টেলিফিল্ম প্রচারিত হয়। ফারিয়া হোসেনের পরিচালনায় টেলিফিল্মের নাম “হঠাৎ বৃষ্টি”। মৌ, আফজাল হোসেন, তারিন অভিনীত এই টেলিফিল্মের ব্যপ্তি ছিল ৭৮ মিনিট। এটিও প্রচারিত হয় শুক্রবারে বিকেলে, যা নাটক প্রচারের সময় নয়।
টেলিফিল্ম কি? বড় দৈর্ঘ্যের নাটক? না।
টেলিফিল্ম, যার গল্প হয় ফিল্মের মতই কাল্পনিক কিন্তু তাতে বানিজ্যিক উপাদান কম থাকে, গান থাকতে পারে তবে না থাকলে সমস্যা নাই।
“আড়াল” ও ” হঠাৎ বৃষ্টি” দুটো টেলিফিল্মই শর্তগুলো পূরণ করেছিল। অথচ এই দুটো টেলিফিল্মের নাম বাদ দিয়ে “নীতু তোমাকে ভালবাসি” কে প্রথম টেলিফিল্ম বলা হচ্ছে আর এই ভুলটা জেনেই বড় হচ্ছে আগামী প্রজন্ম। তাদের সঠিক তথ্যটা জানানোর দায়িত্ব যারা সত্যি ইতিহাসটা জানেন তাদের।