আরিয়ানা জামান সোশ্যাল মিডিয়ার একটি পরিচিত মুখ। খোলামেলা পোশাকে অভ্যস্ত আরিয়ানা সোশ্যাল হ্যান্ডেল ঘাঁটলে বিভিন্ন স্বল্প বসনার ড্রেসে ছবি পাওয়া যায়। সবই যে তার কাজের অনুষঙ্গ তা নয় ছবিগুলিতে তার লাইফস্টাইল পোশাক পছন্দের ধরন বুঝা যায়।
আরিয়ানা জামান অনেক বছর ধরে মডেলিং দুনিয়ায় কাজ করে আসছেন। নামকরা ফ্যাশন ডিজাইনার ও পোশাক শোরুমের ফটশ্যুট করে আসছেন নিয়মিতই। র্যাম্প মডেলিং, মিউজিক ভিডিও ও ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন। বাকি ছিল শুধু সিনেমায় কাজ করা সেই স্বপ্নটুকুও অবশেষে পুরন হয়েছে। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘পাপ’ সিনেমায় আরিয়ানা আসছেন নায়িকা ক্যারেক্টারে।

আরিয়ানা জানান শোবিজ জগতে কাজ করতে গিয়েই তার জাজ মাল্টিমিডিয়ার সাথে পরিচয় তারপর কাজের সিনেমায় কাজের অফার পায়। সিনেমায় কাজ করার স্বপ্ন তার ছোট বেলা থেকেই ছিল বন্ধু বান্ধব দল বেধে সিনেমা হলে যেতেন বলেও জানান। আজ তার সিনেমা সবাই দল বেঁধে দেখতে যাবে সেটা মনে হতে আরিয়ানা অনেক রোমাঞ্চিত বোধ করছেন। তার সাথে পাপ সিনেমায় অভিনয় করছেন রোশান ও আরেক নতুন অভিনেত্রী জাকিয়া মাহা।

