ভক্তদের ঈদ নাটকের টুকিটাকি জানালেন যে চার নায়ক ।

" bangla eid 2023 drama poster"

আর কিছুদিন পরেই ঈদ। আর ঈদকে নিয়ে শ্যুটিং পাড়ায় বেড়েছে নাটকের ব্যস্ততা। তারকারাও ব্যস্ত তাদের শ্যুটিং নিয়ে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারকারা তাদের কাজের আপডেট দিয়ে রাখছেন ভক্তদের জন্য।

ইঁদুর মারেন, তেলাপোকা মারেন, চামচিকা মারেন এই অদ্ভুত কণ্ঠসুর দর্শকনন্দিত অভিনেতা ইরফান সাজ্জাদের মুখে। শহরের অলিগলিতে হেঁটে হেঁটে ইঁদুর তেলাপোকার ঔশুধ বিক্রি করছেন এই তারকা।

“The First Case” শিরোনামে ঈদ নাটকে দেখা যাবে এই তারকাকে। এছাড়াও ভ্যানওয়ালা রূপে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন ইরফান। ক্যাপশনে লিখেছেন নতুন চরিত্রে কাজ করলাম এই নাটকে, ক্ষোভ শিরোনাম একটি নাটকে ইরফানকে পাওয়া যাবে ভ্যানওয়ালা চরিত্রে।

এছাড়াও ঈদে নিলার চিঠি, ক্ষত সহ আরও বেশ কিছু নাটকে দেখা যাবে এই তারকাকে।

রাত সাড়ে এগাড়টার পর বাড়ির গেট বন্ধ অনেক ঝাকাঝাকি করার পরও গেট খুলানো গেলনা। তাই রাগ করে রাস্তায় মশারী টাঙিয়ে শুয়ে আছেন জোভান। পুলিশ এসে তাড়া করলে জোভান বলেন ঘর নেই বাড়ি নেই রাস্তায় আমার ঠিকানা এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জোভান নাটকের নাম রাত ১১.৩০ গেইট বন্ধ। এছাড়াও দর্শকদের জন্য ‘Love Semester’ সহ বেশ কিছু নাটকের পোস্টার পোস্ট করেছেন এই তারকা।

চমৎকার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকপ্রিয় হয়ে উঠেছেন তৌসিফ মাহবুব। এবার ঈদেও চমক নিয়ে আসছেন এই তারকা, ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন নাটকের খবর। এবার ঈদে অন্তহীন, ফিটিং ইসমাইল সহ বেশ কিছু নাটকে দেখা যাবে এই তারকাকে।

দিনকে দিন নিলয় আলমগির বহুমুখী চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় প্রতিভার যথেষ্ট প্রমান দিচ্ছেন। কমেডি , সামাজিক, রোম্যান্টিক সব ঘরানার নাটকেই নিলয় বেশ স্বাচ্ছন্দের সাথে কাজ করে যাচ্ছেন।

তাকে নিয়ে নাট্যকাররাও নিজেদের মত গল্প লিখতে পারছেন পরিচালকরাও কাজ করে বেশ স্বাচ্ছন্দ বোধ করছেন। ঈদে টিভি চ্যানেল ও ইউটিউব চ্যানেলে নিলয়ের অনেক নাটক মুক্তি পাচ্ছে।

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights