অভিনেত্রী কেয়া পায়েল অল্প কিছুদিন হল বিনোদন টিভি নাটক দুনিয়ায় এলেও এর মাঝে অসংখ্য নাটকে অভিনয় করে দর্শক মন জয় করতে পেরেছে। এই অল্প ক্যারিয়ারে দর্শকদের মন জয় করার পাশাপাশি তিনি বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশনের পুরস্কারও অর্জন করছেন।
১: “আলোকিত নারী সম্মাননা-২০২১” উদীয়মান অভিনেত্রী।
২: বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি_আয়োজিত বাবিসাস অ্যাওয়ার্ড ২০২১ টেলিভিশন বিভাগের সেরা অভিনেত্রী।
৩: “আইকনিক স্টার আওয়ার্ড ২০২২” সেরা টিভি অভিনেত্রী নতুন প্রজন্ম।
৪: “ফ্রেন্ডস ভিউ স্টার আওয়ার্ড ২০২১” সবচেয়ে জনপ্রিয় নাটক অভিনেত্রী।
৫: ৪র্থ বার্ষিকী ভার্চুয়াল উৎসবে অভিনেত্রী, মডেল সাউথইস্ট মুভি এবং ড্রামা ক্লাবের সেরা পরিপূরক হিসাবে সম্মাননা।
৬: “Bifa Awards ২০২৩” এর সম্ভাবনাময় অভিনেত্রী।
৭: “ইপি নক্ষত্র এ্যাওয়ার্ড-২০২২” সেরা টিভি অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।
