দর্শক জনপ্রিয়তায় এগিয়ে সাবিলা ও ফারিন !

"two women in green and purple outfits"

সাবিলা ও ফারিন দুজনই হলেন পরীক্ষিত, এরা কস্ট করে যেমন অভিনয়টা শিখেছে তেমনি অভিনয়টাও ভালভাবেই করতে জানে। তাই দর্শক মহলে দুজনেরই অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষী।

সাবিলা নুর প্রায় সব ধরনের চরিত্রের জন্য পারফেক্ট। ধনীর দুলালি,বস্তির মেয়ে,গ্রাম্য বধু ইত্যাদি চরিত্রে সে অসাধারণ। অপূর্ব এর সাথে তার খুব জমে।সে একটু রিজার্ভ।

ফারিন বকাবকির অভিনয়, প্রেমিকার অভিনয় খুব সুন্দর করেন। কান্না করলে মনে হয় বাস্তব। কন্ঠ একটু বেশী চিকন তবে তার বলনে চলনে দৃঢ়তা আছে।ছ্যাবলা না।ছোট বড় সব নায়কের সাথে তার কাজ আছে।

দর্শকরা উন্মুখ হয়ে আছে দুজনের ঈদের কাজ দেখার জন্য। দুজনের জন্যই শুভকামনা।

Recent Click

"a woman in a red dress is posing for a photo"
সাবিলা নুর
"a woman in an orange shirt sitting in a car"
তাসনিয়া ফারিন
No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights