তথাকথিত ভিউ আর ঠুনকো জনপ্রিয়তার যুগে বসবাস করার পরও নির্মাতা রাফাত মজুমদার রিংকু এখনো স্রোতের বিপরীতে হেঁটে চলেছেন।

দর্শক মনে ছাপ রাখছেন নাটক নির্মাতা রাফাত মজুমদার রিংকু।

"a man sitting on a chair next to a table"

তথাকথিত ভিউ আর ঠুনকো জনপ্রিয়তার যুগে বসবাস করার পরও নির্মাতা রাফাত মজুমদার রিংকু এখনো স্রোতের বিপরীতে হেঁটে চলেছেন।

আর স্রোতের বিপরীতে হাঁটতে হাঁটতেই তিনি দর্শকদের এমন কিছু গল্প বলছেন যে গল্পগুলোর মাঝেই অনেক দর্শক তাদের জীবনের প্রতিচ্ছবিটাকে দেখতে পারছে।

সাধারণ কিংবা পরিচিত গল্পের গন্ডি থেকে বের হয়ে এসে নির্মাতা রাফাত মজুমদার রিংকু প্রতিনিয়তই দর্শকদের কিছু ব্যতিক্রমধর্মী গল্প বলার চেষ্টা করছেন।

সেজন্য মেধাবী এই নির্মাতার প্রশংসাটা তো করতেই হয়। দর্শক পছন্দের নাটক – 

★ পতঙ্গ, প্রশ্রয়, নোঙর,  বোধ, অতিরিক্ত, সাইলেন্স, মুখোশ

ধারাবাহিকভাবে মানসম্মত নাটক উপহার দেয়ার কারণে দর্শকরাও সাম্প্রতিক সময়ে রাফাত মজুমদার রিংকুর কাজের ওপর আস্থা রাখছেন। আর রাফাত মজুমদার রিংকুও দর্শকদেরকে সেই আস্থার প্রতিদানটা খুব ভালোভাবেই দিতে পারছেন।

আশা করি, আগামীতেও এই মেধাবী নির্মাতার ভালো এবং মানসম্মত নাটক নির্মাণ করার ধারাবাহিকতাটা অব্যাহত থাকবে৷ সবশেষে রাফাত মজুমদার রিংকু এবং তার আগামী কাজগুলোর জন্য রইলো অনেক অনেক শুভকামনা।

"many movies are shown together in this collage"
No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights