নতুন প্রজন্মের তিন নায়িকার ঈদের সেরা যে কাজগুলো দেখবেন দর্শক …  

"A collage photo of three teenage girls"

বাংলা টিভি নাটক কখনও নায়িকা সংকটে থাকেনা তার প্রমান সাবিলা সাফা পরবর্তী প্রজন্ম এখন দাপিয়ে কাজ করে বেড়াচ্ছে। সামিয়া সাদিয়া কেয়ারা এখন প্রচন্ড ব্যস্ত নাটকের কাজ নিয়ে। সাড়া বছর জুড়ে কাজের পরও ঈদের কাজের থাকে আলাদা গুরুত্ব।

এ সময় দর্শক ঈদের ছুটিতে পরিবার মিলে একসাথে টিভি অনুষ্ঠান উপভোগ করেন। বিজ্ঞাপন ও নিউজের ফাঁকে এক চ্যানেল ঘুরে আরেক চ্যানেলে ঢুঁ মারেন কোথায় কি চলছে। এভাবে বিভিন্ন চ্যানেল ঘুরতে ঘুরতেই দর্শকদের অনেক অনুষ্ঠান দেখা হয়ে যায়।

সংখ্যা ও মানঃ

অভিনয় শিল্পীরাও তাই ঈদের কাজের জন্য বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন অনেকে সংখ্যার গুরুত্ব অনেকে মানের বিবেচনা করে কাজ করেন। ঈদ মৌসুমে টিভি নাটকের কদর বেশি থাকায় অভিনয় শিল্পীরাও ঈদের কাজকে সর্বাধিক গুরুত্ব সহকারেই দেখেন।

রোম্যান্টিক, কমেডি, পারিবারিক সব ঘরানার গল্পতেই তার কাজ করেন সব শ্রেনির দর্শকদের কাছে আসার জন্য।

সেই ধারাবাহিকতায় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম টিভি নাটকে পা রাখছেন ও দর্শকদের মনোরোঞ্জন করছেন। যেমন এখন বলা যায় সামিয়া,কেয়া,সাদিয়া’রা বেশ ভাল ভাল কাজ উপহার দিয়ে দর্শকদের পছন্দের কাতারে চলে গিয়েছেন।

সারা বছর জুড়ে বিভিন্ন টিভি ও ইউটিউব চ্যানেলে তাদের অভিনীত নাটক দেখার পর দর্শকরাও অপেক্ষায় আছেন তাদের ঈদ নাটকে দেখার। দর্শকপ্রিয়তার কথা মাথায় রেখে নির্মাতারাও বিভিন্ন গল্পে ও চরিত্রে নতুনদের ক্যাস্টিং করেছেন যার কোনটি টিভি বা ইউটিউব মাধ্যমের জন্য।

"a woman in a red dress posing for a picture"
ঈদে কেয়া পায়েলের আসছে ১০ থেকে ১২ নাটক। ছবি – ফেসবুক

কেয়া পায়েলঃ

কেয়া পায়েল জানান ঈদে প্রচুর কাজের অফার আসলেও গল্প ও চরিত্র একই টাইপের হওয়ায় তিনি বেশীরভাগই না করে দিয়েছেন। তার মতে বিশ্বে এখন কনটেন্টের ছড়াছড়ি টিভি, ইউটিউব, ওটিটির কল্যানে প্রতিনিয়ত মানুষ এসব দেখছেন।

তাই মান সম্পন্ন কাজ না হলে দর্শক বেশিদিন মনে রাখবেন না। ঈদ নাটকের প্রসঙ্গে বলেন ১০ থেকে ১২ টা নাটক এই ঈদে তার আসছে যার মাঝে  আছে ‘ফরএভার’, ‘মাতা–পিতা ও সন্তান’, ‘লাভ ইউ ভাইয়া’, ‘পোস্টম্যান’ ইত্যাদির মত কাজগুলো। 

"a woman with long black hair is smiling"
সামিরা খান মাহিও প্রায় ১২টি মত ঈদের নাটকে অভিনয় করেছেন । ছবি – ফেসবুক

সামিরা খানঃ

এই প্রজন্মের আরেক নায়িকা সামিরা খান বলেন ভাল গল্পের সন্ধানে থাকি চরিত্র ও গল্প ভাল পেলেই অভিনয় করি। গত ঈদে আটটি মত নাটক এলেও এবার ঈদে তাকে ১২ টির মত নাটকে দেখা যাবে। সামিরা গল্পগুলোর মাঝে ভিন্নতা খুঁজে পেয়েছেন বলেই অভিনয়ে সম্মত হয়েছেন বলে জানান।

তার আশা দর্শকরা যেন তার কাজ পছন্দ করেন তাহলেই তার পরিশ্রম সার্থক। সামিরার এবার ঈদের নাটকগুলোর মাঝে আছে ‘বোধ’, ‘স্টুপিড লাভ’, ‘রাতের রানি’, ‘ঈদ সালামি’ প্রভৃতি।

এই প্রজন্মের আরেক নায়িকা সামিরা খান বলেন ভাল গল্পের সন্ধানে থাকি চরিত্র ও গল্প ভাল পেলেই অভিনয় করি। গত ঈদে আটটি মত নাটক এলেও এবার ঈদে তাকে ১২ টির মত নাটকে দেখা যাবে। সামিরা গল্পগুলোর মাঝে ভিন্নতা খুঁজে পেয়েছেন বলেই অভিনয়ে সম্মত হয়েছেন বলে জানান। তার আশা দর্শকরা যেন তার কাজ পছন্দ করেন তাহলেই তার পরিশ্রম সার্থক। সামিরার এবার ঈদের নাটকগুলোর মাঝে আছে ‘বোধ’, ‘স্টুপিড লাভ’, ‘রাতের রানি’, ‘ঈদ সালামি’ প্রভৃতি।
আগামীর প্রতিশ্রুতিশীল সাদিয়া আয়মান এবার ঈদে ১৫ট নাটকে তাকে দেখা যাবে। ছবি – ফেসবুক

সাদিয়া আয়মানঃ

ওটিটিতে ‘মায়াশালিক’ প্রচারের পরপরই সাদিয়ার কাজের ব্যস্ততা বাড়তে থাকে। গত ঈদে একটি নাটকও ছিলনা এই ঈদে তার ১৫টি নাটক আসছে। বিজ্ঞাপনে বেশি ব্যস্ততা থাকায় নাটকে সেরকম সময় দিতে পারেননি বলে জানান সাদিয়া।

কিন্তু মায়াশালিক প্রচারের পর তার কাছে প্রচুর নাটকের অফার আসতে থাকে। সবাইকে না বলতে পারেননি ধিরে ধিরে তার নাটকে অভিনয়ের পথ চলার গল্প এভাবেই শোনান সাদিয়া। সাদিয়া খুব উচ্ছ্বসিত হয়ে জানান এবারের ঈদ আমার কাছে অন্য রকম।

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights