নারীদের পাওয়া ও না পাওয়ার গল্প ‘পরি’

"Young girls in appealing "

আজ বিশ্ব নারী দিবস, দীপ্ত টিভির নতুন প্ল্যাটফর্ম (ওটিটি) ‘দীপ্ত প্লে’ এই নারী দিবসে নতুন নারীদের জীবনের পূর্ণতা ও অপূর্ণতা গল্প নিয়ে আসছে ‘পরি’ মুল চরিত্রে অভিনয় করছেন পূজা চেরি ও জোভান। ‘পরি’ পরিচালনা ও নির্দেশনা দিয়েছেন মাহমুদুর রহমান হিম।

পরি, দীপ্ত প্লে, পূজা চেরি, বাংলা নাটক, ওটিটি,
‘পরি’ সংবাদ সম্মেলনে পূজা চেরি।

এক বার্তায় দীপ্ত প্লে জানায় দীপ্ত অরিজিনের বেশ কয়েকটা প্রজেক্ট আসছে শুধু ওটিটি প্ল্যাটফর্মের জন্য যা টিভিতে দেখা যাবেনা।

‘পরি’ ওয়েব ফিল্মে অভিনয় করার অনুভুতি সম্পর্কে পূজা চেরি বলেন এটা আমার ক্যারিয়ারের একটি ভাল কাজ হয়ে থাকবে।

পূজা চেরি আরও জানান গল্প ও চরিত্রের প্রয়োজনে মেকাপ ছারাই তিনি অভিনয় করেছেন।

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights