নিজেকে ভেঙে নতুন লুকে সজল !

"four different movies with the same character in them"

ইদানীং চরিত্রের প্রয়োজনে তিনি কখনো কখনো নিজেকে ভাঙছেন আবার কখনো কখনো ওই চরিত্রের প্রয়োজনেই তিনি নিজেকে নতুন করে গড়ে তুলছেন। অভিনেতা আব্দুন নূর সজল যেন ইদানীং এই ভাঙা গড়ার খেলায় বেশ ভালোই মেতে উঠেছেন।

কিছুদিন আগে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ “দ্যা সাইলেন্স” এ রহস্যময় এক চরিত্রে অভিনয় করে সজল দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলেন।

আর এবার বিঞ্জের নতুন ওয়েব সিরিজ “ইনফিনিটি -২” তেও আব্দুন নূর সজলকে একদম অন্যরকমের একটা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে যে ধরনের চরিত্রে হয়তো এর আগে তাকে কখনোই অভিনয় করতে দেখা যায়নি।

দর্শক প্রতিক্রিয়াঃ

  • অভিনেতাদের এমন হওয়া উচিত যখন যেমন করলে সেটা পাবলিক আনন্দ পাবে সেটা সেভাবেই উপস্থাপন করা উচিত।
  • এত ভাঙাগড়ার মধ্যে অভিনয়টা ঠিকমতো করছেন তো? কথা বলার সময় যে সূক্ষ্ম ন্যাকামি চলে আসে সেটা বাদ দিতে পেরেছেন?
"four different movies with the same character in them"
নিজেকে ভাঙছেন সজল বিঞ্জে সিরিজে তাকে দেখা যাবে ভিন্ন লুকে।
No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights