পরিচালকের পছন্দের তালিকায় ছিলেননা শাহ্রুখ !

"a close up of a person wearing a suit and tie"

চাক দে ইন্ডিয়া সিনেমার মূল চরিত্রের জন্য পরিচালক শিমিত আমিনের মাথায় অনেক নাম থাকলেও, শাহরুখ খানের নাম কখনোই ছিলো না।

প্রযোজক আদিত্য চোপড়া যখন শাহরুখ খান কে নেওয়ার কথা বলেন তখন সীমিত খানিকটা ভ্রু কুঁচকেছিল কারণ সে যে রকম চরিত্রের মুভি বানাতে যাচ্ছিলো শাহরুখ খান ছিলো তার সম্পূর্ণ বিপরীত।

তবে আদিত্য চোপড়া তাকে বলে – শাহরুখের সাথে তুমি একবার কথা বলে দেখতে পারো, এরপর না হয় সিদ্ধান্ত নিয়ো। শাহরুখের অভিনয় ক্ষমতা কতটুকু তা সে নিজেও জানে না।

শাহ্রুখ ও শিমিত

এরপর শিমিত শাহরুখ খানের সাথে মিটিং করেন এবং স্ক্রিপ্ট অনুযায়ী সব শাহরুখ খানকে বুঝিয়ে দেন। শুটিং এর সময় সীমিত শাহরুখ খানকে দেখে বেশ অবাক হয়। কারণ যে শাহরুখ খানকে সে চিনতো ক্যামেরার সামনে একদম তার বিপরীত শাহরুখ খানকে সে দেখতে পেতো।

শাহরুখের নিজের একার যেসব দৃশ্যগুলো ছিল, সেগুলো তিনি রিহারসেল না করেই বেশিরভাগ সময় টেক দিতেন। আর ক্যামেরার পেছনে বসে শিমিত সেগুলো ওকে করতেন। শাহরুখের কেমন যেন একটা অদ্ভুত ক্ষমতা আছে বলে মনে হতো শিমিতের।

ক্লাইম্যাক্স সিনঃ

শিমিত আমিনকে চাক দে ইন্ডিয়ার সবচেয়ে চ্যালেঞ্জিং দৃশ্যের কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যের কথা। যেখানে কবির খান প্রথমবারের মতো তার আবেগ প্রকাশ করবে।

শিমিত আনন্দ শ্যুটের আগে বারবার শাহরুখ কে দৃশ্যের কথা বুঝিয়ে দিচ্ছিলো – আপনার চোখে পানি আসবে, তবে সেই পানি আপনি একদম চোখ থেকে ফেলতে পারবেন না। এই কথা শুনার পর শাহরুখ খান খুব স্বাভাবিক ভাবেই ‘ওকে’ বললেন।

তবে শিমিতের সন্দেহ হচ্ছিলো শাহরুখ হয়তো ঠিকভাবে বুঝতে পারেনি তাই সে আবার বললো স্যার আপনি শিওর তো ? শাহরুখ বললো আমি সাত থেকে আট বছর থিয়েটারে কাজ করেছি এগুলো আমার কাছে কোনো নতুন ব্যাপার না।

শিমিত হেসে বললেন- তাই নাকি ? তা কতক্ষণ চোখের পানি না ফেলে চোখে জমিয়ে রাখতে পারবেন আপনি?

দক্ষ অভিনেতাঃ

শাহরুখ খান বললেন- যতক্ষণ তুমি “কাট” না বলবে, ঠিক ততক্ষণ ! শিমিত শাহরুখকে পরীক্ষা করার লোভটা সামলাতে পারেননি তিনি।

তার যখন কাট বলা উচিত ছিল এই দৃশ্যে, শিমিত তার বেশ কয়েক সেকেন্ড পরে “কাট” উচ্চারণ করেছিলেন, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে শাহরুখ খান এই পুরোটা সময় নিজের আবেগকে সামলেছেন নিদারুণ অভিনয় দক্ষতায়।

সিনেমার এই বিশেষ দৃশ্যটি যারা দেখেছেন, তারা সবাই জানেন শাহরুখ কি মারাত্মক অভিনয় ক্ষমতা দেখিয়েছে এই দৃশ্য।

সেদিন শিমিত শাহরুখের অভিনয় দক্ষতা সম্পর্কে তো ধারণা পেয়েছিলেনই, পাশাপাশি আরও একটা জিনিস পরিস্কারভাবে বুঝে গিয়েছিলেন কবির খান চরিত্রটি শাহরুখ খানের চেয়ে ভাল করে আর কেউ ফুটিয়ে তুলতে পারতো না।

starrer chak de india mobile poster
No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights