পহেলা বৈশাখে মুক্তি পাবে বিশ্ব সেরা অলরাউন্ড ক্রিকেটার সাকিব আল হাসান অভিনীত প্রথম শর্ট ফিল্ম “অমলিন থাকুক প্রতিটি হাসি”।

"a movie poster for the upcoming film"

পহেলা বৈশাখ হলো বাংলা নববর্ষের উদযাপন দিন যা বাংলাদেশে প্রতিবছর ১৪ এপ্রিল উদযাপন করা হয়। এই দিনটি বাংলাদেশে সরকারি ছুটির দিন।

পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন বাংলা টিভি চ্যানেল ও ইউটিউব চ্যানেলে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে। বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্য উপলক্ষে পাঁচালি বা পৌষ সংক্রান্তি ইত্যাদি বিষয়গুলো উল্লেখ্য করে টিভি অনুষ্ঠানমালা প্রচার করা হয়।

বরাবরের মতই দিনের শুরুতেই চারুকলা ইন্সটিটিউট থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা। এই শোভাযাত্রাটি অধিকাংশ টিভ চ্যানেলেই সরাসরি সম্প্রচারিত হবে ও সারাদিন বিভিন্ন অনুষ্ঠানমালায় মঙ্গল শোভাযাত্রার বিষয় আলোচনা অনুষ্ঠান হবে।

সেই সাথে আধুনিক সংস্কৃতি ও বাংলা সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে টক শো ফান শো অনুষ্ঠান ও বিশেষ নাটকের আয়োজন করে থাকে। পহেলা বৈশাখের অনুষ্ঠানমালা সাধারণত সকাল থেকে শুরু হয় এবং রাতে সমাপ্ত হয়।

রমাজান মাসে পহেলা বৈশাখ পরে যাওয়াতে টিভি ও অন্যান্য মিডিয়ায় পহেলা বৈশাখ নিয়ে খুব বেশি মাতামাতি নেই। সব মিডিয়াতেই এখন ঈদ নাটকের প্রস্তুতি চলছে, মাত্র কিছু চ্যানেলেই পহেলা বৈশাখকে কেন্দ্র করে নাটক বা অন্যান্য অনুষ্ঠান প্রচারিত হচ্ছে।

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights