পিরিয়ড ড্রামা সিরিজ ‘জুবিলি’ মিলবে রহস্যের সন্ধান

four mans and tow woman's in movie poster

ইতিহাস নির্ভর ওয়েব সিরিজ জুবিলি আগামী ৭ই এপ্রিল মুক্তি পাচ্ছে এমাজন প্রাইমে। শুক্রবার মুম্বাইতে অনুষ্ঠিত হয়ে গেল সিরিজটির ট্রেইলার রিলিজ অনুষ্ঠান উপস্থিত ছিলেন সিরিজের অভিনেতা, অভিনেত্রী সবাই।

জুবিলি একটি পিরিয়ড ড্রামা হিন্দি ফিল্ম ইতিহাসের প্রথম দিকের সোনালি দিনকে তুলে আনা হয়েছে এ সিরিজে। সিরিজে প্রধান ভুমিকায় আছেন বাংলার অভিনেতা প্রসেনজিত চট্রোপধ্যায় ও অদিতি রাও।

যৌনতা, প্রেম, বিশ্বাস ঘাতকতা থেকে প্রতিহিংসা সবই আছে সিরিজের কাহিনিতে সাথে আছে রহস্য। সিরিজের প্রধান চরিত্র একজন অভিনেত্রি ও তার বিশ্বস্ত চর রয় টকিজের কর্ণধার একজন উঠতি তারকা।

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights