প্রথমবারের মত ৬৮তম ফিল্মফেয়ার এ্যাওয়ার্ড হোস্টে সালমান খান ।

"four men are standing at a table in press conference"

২০২৩ সালে অনুষ্ঠিত ৬৮তম ফিল্ম ফেয়ার এ্যাওয়ার্ডে অনুষ্ঠান সঞ্চালক হিসেবে সালমান খানের নাম ঘোষণা করা হয়েছে তার সাথে সহ সঞ্চালনা করবেন মনিস পাল। ভিকি কৌশল, জাহ্নবি কাপুর, টাইগার শ্রফ, জ্যাকুলিন ফারনান্দদেজরা অনুষ্ঠানে পারফর্ম করবেন।

এই বছরের ফিল্মফেয়ার পুরস্কার মহারাষ্ট্র সরকারের সহযোগিতায় প্রদান করা হবে এবং এর উদ্দেশ্য হলো মহারাষ্ট্র পর্যটন উন্নয়ন এবং চলচ্চিত্র শিল্পের উন্নয়ন করা।

ফিল্মফেয়ার ৬৮ বছরে পা দিচ্ছেন আর এবারে প্রথমবারের মত অনুষ্ঠান হোস্ট করবেন বলিউডের ভাইজান খ্যাত সালমান খান।

বলিউডের অস্কার খ্যাত ফিল্ম ফেয়ার প্রতি বছরই সিনেমার নানা ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করে থাকে। ফিল্মফেয়ার মেগা ইভেন্টে বলিউডের সেলিব্রেটিরা স্টেজ পারফর্ম থেকে শুরু করে রেড কার্পেট, ফটোসেশন ইত্যাদিতে অংশ নিয়ে এক তারকা খচিত রাত উপহার দেন।

সবাই জানে সালমান খান একজন চমৎকার অনুষ্ঠান সঞ্চালক এবং তিনি তার ক্যারিশম্যাটিক পার্সোনালিটি দিয়ে দর্শককে সম্মোহিত করে রাখেন। বহু বছর ধরেই তিনি বিগবস রিয়্যালিটি শো সঞ্চালনা করে আসছেন।

বিগবস জনপ্রিয় হবার পেছনে রয়েছে সালমান খানের ক্যারিশম্যাটিক স্ক্রিনিং হোস্টিং। এবার আরও একবার দেখা যাবে তাকে ২৭ই এপ্রিল, জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার মুম্বাইয়ে ৬৮তম হুন্দাই ফিল্ম ফেয়ার এ্যাওয়ার্ড অনুষ্ঠান সঞ্চালনায়।

পরদিন ২৮ই এপ্রিল কালারস টিভি চ্যানেলে তা প্রচারিত হবে।

ফিল্ম ফেয়ার কনফারেন্সে সালমান খান পুরাই ড্যাপার লুকে হাজির হয়েছিলেন। গ্রে স্যুটের সাথে ক্লিন সেভডে তাকে ড্যাপার লাগছিল।

এই ঈদে ২১ই এপ্রিল সালমান খানের সিনেমা “কিসি কা ভাই কিসি কা জান” রিলিজ হবে। ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে।

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights