প্রায় দুই শতাধিক সিনেমা হলে চলবে ঈদের সিনেমা ।

"Movies Poster Collage Photos"

সিনেমা সংশ্লিষ্টরা ধরে রেখেছিলেন ঈদে তিন থেকে চারটি ছবি মুক্তি পেলেই সিনেমার ব্যবসাটি ভাল চলত। কিন্তু রেকর্ড নয়টি সিনেমা নিয়ে এই ঈদে প্রচারণা চলতে দেখা গেছে প্রযোজনা সংস্থা সুত্রে এখন পর্যন্ত নিশ্চিত আটটা সিনেমা ঈদে মুক্তি দেয়া হবে।

‘পাপ’, ‘আদম’ ও ‘প্রেম প্রীতির বন্ধন’ ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘শত্রু’, ‘লোকাল’, ‘জ্বীন’, ‘কিল হিম’ এই আটটি সিনেমা হল নিশ্চিত হয়েছে।

আশার খবর শোনা যাচ্ছে এতগুলো সিনেমা চালাতে ঈদে বর্তমানে চালু ৬০টি সিনেমা হলের সাথে আরও শতাধিক বন্ধ হয়ে থাকা সিনেমা হল চালু করার উদ্যোগ নেয়া হয়েছে।

ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলি চালানোর জন্য দেশের মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন সব হল মালিক ও প্রতিষ্ঠানের সাথেই প্রযোজনা সংস্থাগুলির চুক্তি সম্পাদন শেষ পর্যায়ে।

প্রাপ্ত তথ্য মতে, বুকিংয়ে এগিয়ে আছে শাকিব খান অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’।

"a man and woman hugging each other in front of a dark background"
ঈদে মুক্তিপ্রাপ্ত জ্বিন সিনেমার পোষ্টার ফটোসেশনে পূজা চেরি ও সজল নূর ।

সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ‘লিডার: আমিই বাংলাদেশ’ ৯৮ টির মতো প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।

এরপরই আছে ‘শত্রু’ ৩৩টি, ‘কিল হিম’ ২৭টি, ‘জ্বীন’ ১৫টি, ‘পাপ’ ১৫টি, ‘লোকাল’ ১০টি, ‘প্রেম প্রীতির বন্ধন’ ১২টি, ‘আদম’ ৫টি। তবে চাঁদ রাত আগ পর্যন্ত কিছুটা হিসাব অদল বদল হয়ে যেতে পারে।

সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, এক সঙ্গে এত ছবি মুক্তি দেওয়া ইতিবাচক ও নেতিবাচক দুটোর মধ্যেই পরে।

শুরুতেই বোঝা যাবে কোন ছবি কেমন চলছে, অভিজ্ঞতা থেকে তারা বলছেন যেটা শুরুতেই চলবে সেটা ভাল করবে আর যেটা শুরুতেই চলবেনা সেটা বাজার থেকে ছিটকে যাবে। এখন দেখার অপেক্ষা দর্শক কোন সিনেমাকে কোনভাবে গ্রহন করে।

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights