প্রেমিককে বিয়ে করবেন না বলে জানিয়ে দিলেন নুসরাত ফারিয়া।

"a woman with sunglasses standing on a couch"

বিচ্ছেদ ঘোষণা করলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া। রনি রিয়াদ রশীদের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক তাঁর। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়ে দিলেন যে, রনিকে তিনি বিয়ে করবেন না।

নুসরত লেখেন, “তিন বছর আগে এই দিনেই আমাদের সম্পর্কের কথা, আংটিবদলের কথা ঘোষণা করেছিলাম। অনেক বাধাবিপত্তি পেরিয়ে ৯ বছরের সম্পর্কে এখানেই ইতি টানছি। আমরা ভাগ্যবান যে আমাদের মধ্যে অসাধারণ বন্ধুত্ব রয়েছে।

যা সারা জীবন আমাদের মধ্যে বেঁচে থাকবে। আমার অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে আবেদন আমার এই কঠিন সময়ে যেন আমার পাশে থাকে।” ২০২০ সালের মার্চ মাসে বাগ্‌দান সেরেছিলেন নুসরত।

আংটি বদলের ছবি সকলের সঙ্গে ভাগ করে তিনি লিখেছিলেন, “আমাদের মধ্যে ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। অবশেষে বাগ্‌দান সম্পন্ন হয়েছে।

”সেই সময় নায়িকা আরও বলেন, “করোনা পরিস্থিতির মাঝে আচমকাই আমাদের আংটিবদলের অনুষ্ঠান হয়। তবে পরিস্থিতি ঠিক হলে সবাইকে পাত পেড়ে খাওয়াব।”

নুসরতের প্রাক্তন রনি রিয়াদ রশীদ একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। তিনি সাবেক সেনাপ্রধান লে. জে. হারুন-অর-রশীদের ছেলে।

তবে কী কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন নায়িকা? তা যদিও এখনও স্পষ্ট হয়নি।

প্রসঙ্গত, দুই বাংলায় চুটিয়ে কাজ করছেন নায়িকা।

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights