যাদুটোনার মন্ত্র মুগ্ধকর পরিবেশনা ‘বনবিবির পায়ে রে ….

"a mythical lady"

সম্প্রতি রিলিজ পেয়েছে ‘কোক স্টডিও বাংলা সিজন – ২’ এর দ্বিতীয় গান ‘বনবিবি’। মার্চ ৩, ২০২৩ গানটি ‘Coke Studio Bangla’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবার পর এক অন্য রকম ফ্যাসিনেশনে ভুগছেন সবাই।

অনেকবার শুনেও যেন মন ভরছেনা কারও গানটি শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে যাচ্ছেন সবাই। এরকম অনেক কমেন্টসে ভরে যাচ্ছে গানের কমেন্টস বক্স, গানটিতে গত এক সপ্তাহে ভিউজ হয়েছে ৬.৬ মিলিয়ন, লাইক পরেছে ৭২কে তবে শুধু এসবে তুলনা করলে বনবিবিকে বুঝা যাবেনা।

বনবিবি মিথ

বনবিবি প্রোডাকশনের একটা আলাদা মাত্রা আছে, বনবিবি গানের প্রেক্ষাপট আমাদের প্রাচীন বাংলার শুরুকাল বাংলার মিথ। বাংলার পল্লী কবি জসীমউদ্দিনের ‘সুজন বাইদ্যার ঘাট’ গল্পের গানের লিরিক খুঁজে পাওয় যায় বনবিবি গানে।

উস্তাদ চিত্র শিল্পী এস এম সুলতানের আবহমান বাংলার চিত্রকলা তুলে ধরা হয়েছে বনবিবির সেট ডিজাইনে।

প্রাচীন বাংলার এক কাল্পনিক মহিলা খনা যার জ্যোতির্বিদ্যায় অসামান্য দখলের কারনে নির্ভুল গননা করতে পারতেন। প্রজারা রাজার শোষণ থেকে বাঁচতে  খনার নির্ভুল গননার উপর ভিত্তি করেই জমিতে ফসল লাগাতেন।

পরে তার কথাগুলই খনার বচন নামে পরিচিত পেয়ে যায়। প্রচলিত আছে প্রজাদের শায়েস্তা করতে রাজা খনার জিহ্বা কেটে নেন।

দক্ষিণাঞ্চলের সুন্দরবনে বনবিবি এক মিথ গল্পের নায়িকা বা বনের দেবী জঙ্গলের রানী। প্রচলিত আছে বনবিবি যেদিকে হেঁটে যেতেন সে পথে বুনোফুল ফুটত।

বনবিবি মন্দ জিনিস থেকে বনকে বনের মানুষ ও জন্তু জানোয়ারকে  রক্ষা করতেন। বনবিবির অনেক লোমহর্ষক গল্প আছে যার মধ্যে এক ছাগল বাচ্চাকে তিনি দক্ষিন রায়ের হাত থেকে রক্ষা করেন।

দক্ষিন রায় হলেন রাক্ষস রাজা যে বাঘের রূপ ধরে ঘুরে বেড়ায় পরাজয়ের পর দক্ষিন রায় বনবিবিকে মা হিসেবে গ্রহন করেন।

আসলে এটি শুধুই কোন গানের উপস্থাপন নয়  দুই বাংলার ঐতিহ্য, ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতির অভূতপূর্ব মেলবন্ধন যা একজন বাঙ্গালিকে শিহরিত ও গর্বিত করে।

বাংলার ঐতিহ্য এবং প্রকৃতি তুলে ধরার প্রচেষ্টা এবং পুরোটা সময় জুড়ে গানের মাধ্যমে তা চিত্রায়িত করার যে প্রয়াস করা হয়েছে, সত্যিই প্রশংসনীয়।

উপস্থাপনা পরিবেশনা

মেঘদল, বনবিবির উপস্থাপনা গ্রামীণ পরিবেশ এবং গ্রামীণ মহিলাদের কণ্ঠ সব মিলিয়ে এক অনবদ্য সৃষ্টি গানের শুরু থেকে শেষ পর্যন্ত কেমন যেন সম্মোহিত করে রাখে।

বনবিবি গায়ে কাঁটা দিয়ে যায় সুন্দরবন আর উত্তরবঙ্গ, গেঁথে রেখেছে বিনি সুতোর মালায়। এই গানের সুর, কথা, খনার বচন, ন্যাচারাল সাউন্ডস্কেপ সব মিলিয়ে এক অপূর্ব উপস্থাপনা!

বাংলার রুপ,বাংলার সংস্কৃতি যে কত সুন্দর! “বনবিবি” শুনলেই তা মনে আঁকড়ে ধরে।সব সুন্দর জিনিস মনকে অবশ করে দেয়, তার মধ্যে এমন সুর কন্ঠ কোরাস কথা অন্য এক জগতে পৌঁছে দেয়। কী অসাধারণ নিখুঁত পরিমিত যথাযথ সুন্দর এক শিল্প, বাহ বাংলা।

বনবিবির পায়ে রে, ব্যাঙের ডাক ও চৈত্রের বৃষ্টি, খড়কুটোর গান এবং  রাখালের গল্পো, তোমার নিহত সুরের কসম গর্জে তীর ধনুক এ…. ও ও ও ও রাখাল শুনাও পৃথিবীর শেষ গান লাইনগুলো যেন মনে ভেতর কাঁটা দিয়ে চলে যায়।

বনবিবি মানেই সুন্দরবন, বনবিবি মানেই হিন্দু-মুসলমান ঐক্য, বনবিবি মানেই মনে আসে দক্ষিণরায়, বনবিবি মানেই নোনা জল-জঙ্গল কাঁপানো বাঘের গর্জন, বনবিবি মানেই _সবার উপরে “প্রকৃতি” সত্য, তাহার উপর কেহ নাই”। অসাধারন উপস্থাপনা।

জোহরা বাউল, বনবিবি পারফর্মার শিলার এক্সপ্রেশনে ভিস্যুয়ালি যেন মনে হয় আমরা যেন কোথায় হারিয়ে গেছি।

সব শেষে বলা যায় বনবিবি শুধু কোক স্টুডিও বাংলা না বাংলাদেশেরই এখন পর্যন্ত একটা বেস্ট ক্রিয়েশন।

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights