উনবিংশ শতাব্দীর শেষ দিকে আমেরিকান সিভিল ওয়্যারের পর শত শত ইউরোপিয়ান উন্নত জীবনের আশায় পশ্চিমে পাড়ি জমাতে শুরু করে ৷
যেখানে দীগন্তের পর দীগন্ত সবুজ প্রান্তর, পাহাড়ের বুনো সৌন্দর্য, পানিও বন্য পশুর প্রাচুর্যতা যে কোন স্বপ্নবাজ মানুষকে পশ্চিমে যেতে আগ্রহী করে তোলে ৷
কিন্তু এত প্রাচুর্যতার আড়ালে সেখানে ওত পেতে আছে মৃত্যু ৷ পদে পদে মৃত্যু৷ যেখানে কোন ল এন্ড অর্ডার নেই৷ টিকে থাকতে হলে পিস্তলের ট্রিগারে পাকা হতে হয় ৷
রেড ইন্ডিয়ান আর বুনো আউট লয়ের মোকাবেলা করে যে টিকতে পারবে সেই হবে নতুন এই জনপদের সম্রাট ৷
তেমনি এক স্বপ্নবাজ দুর্ধর্ষ উচ্চভিলাসী জেমস ড্যাটন তার পরিবারকে নিয়ে যাত্রা করে পশ্চিম অভিমুখে ৷ পথে তার সঙ্গী হয় একদল অসহায় জার্মান ও একদল পোড় খাওয়া কাউবয় ৷
জেমসের স্বপ্ন তার মেয়ে এলসার মাঝে ভর করে নতুন একটা পৃথিবী বিনির্মানে ৷ এলসার পয়েন্ট অফ ভিউ থেকে একে একে চলতে থাকে তাদের লড়াই, মৃত্যু, যাত্রা ও টিকে থাকার গল্প ৷
বর্তমানে ওয়েস্টার্ন জনরার নতুন দিগন্তের সূচনা হয়েছে ৷ পুরোনো গতবাধা কাহিনী থেকে বের হয়ে এসে জীবনমুখী ওয়েস্টার্ন তৈরী হচ্ছে ।
যেখানে দার্শনিক দৃষ্টিকোন থেকে পুরোনো সেই সময়টার দৃশ্যপট ফুটিয়ে তোলা হচ্ছে সেলুলয়েডের ফ্লিমে ৷
যারা ওয়েস্টার্ন প্রেমী তাদের জন্য দারুন একটা প্যাকেজ হবে এই মিনি টিভি সিরিজটি ৷
- SERIES: 1883 (2021-2022)
- GENRE: WESTERN
- OTT: Paramount +