২০০৯ সালের ২৫ই ডিসেম্বরে ১৫৫০ প্রিন্টস ও ১৭৬০ স্ক্রিনে পুরো ভারতজুরে ‘থ্রি ইডিয়টস’ মুভি রিলিজ দেয়া হয়। ট্রেড এনালিস্টদের মতে সে সময় এটি ছিল একটি বিগেস্ট ডোমেস্টিক রিলিজ যে কোন ভারতীয় হিন্দি সিনেমার জন্য।
থ্রি ইডিয়টসের সিক্যুয়েল এখন প্রি-প্রোডাকশন পর্যায়ে আছে তাই এই মুহূর্তে রিলিজ ডেট নিয়ে কোন ঘোষণা আসেনি তবে ধারনা করা হচ্ছে ২০২৪ শেষের দিকে কিংবা ২০২৫ শুরুর দিকে রিলিজ ডেট ঘোষণা আসতে পারে।
২০০৯ রিলিজ পাওয়া বলিউড হিন্দি ফিল্ম থ্রি ইডিয়টস নির্দেশনা দিয়েছিলেন রাজু হিরানি। সিনেমার তিন বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান, আর মাধবন ও শারমান জোশি। সিনেমাটি বলিউডের ইতিহাসে সেই সময় সর্বকালের রেকর্ড ব্রেকিং সিনেমা হিসেবে ব্যবসা করতে থাকে।
দর্শকরা উন্মুখ হয়ে আছে থ্রি ইডিয়টসের সিক্যুয়েল দেখার জন্য এবং তারা চায় সিক্যুয়েলটি যেন আগের মুভিকেও ছারিয়ে যায়। যদিও এখন পর্যন্ত সিক্যুয়েল রিলিজের কোনও অফিশিয়াল কনফার্মেশন আসেনি তবে দর্শকরা চায় ফিল্ম মেকাররা এই সময়টুকু কঠিন পরিশ্রম করে তাদের যেন একটি ভাল এবং এন্টারটেইনিং সিনেমা উপহার দেয়।
সম্প্রতি থ্রি ইডিয়টসের তিন বন্ধু আমির খান, আর মাধবন ও শারমান জোশি একটি প্রেস কনফারেন্স ভিডিও ইউটিউবে ছেড়েছে সেখান থেকেই জল্পনা কল্পনার শুরু হয় দর্শকদের মনে। পরে আরও একটি ভিডিও ছাড়ে ক্রিকেট মাঠের পরে জানা যায় এটি ছিল সালমান জোশির ‘কনগ্রাচুলেশন’ সিনেমার একটি প্রমোশন।
তবে রিউমারকে উগড়ে দেয় কারিনা কাপুর, বোমান ইরানি, জাভেদ জাফরি যখন তাদের ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে তাদের থ্রি সিক্যুয়েলে তাদেরকে কিছু না জানানোর কারনে ক্ষোভ ও রাগ ঝাড়তে থাকে। তাদের কথা বার্তা থেকেই হিন্টস পাওয়া যাচ্ছে থ্রি ইডিয়টসের পার্ট ২ পাইপ লাইনে আছে।