বাংলাদেশের সিনেমার ইতিহাসে ‘মাটির ময়না’একটি কালজয়ী সিনেমা ।

"a young girl standing next to a man in front of a fence"

২০০২ সালে সিনেমাটি মুক্তি পাওয়ার পর নিষিদ্ধ হলেও পরবর্তীতে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং সেই সাথে জাতীয় চলচিত্র পুরস্কার পায়।

ষাটের দশকের উত্তাল সময়ের প্রেক্ষাপট থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঠিক আগের সময়ের চিত্র তুলে ধরেছেন পরিচালক। এ সময়ে একটি গ্রামীণ পরিবার ধর্মান্ধতা ও যুদ্ধের কারণে কিভাবে ভেঙে চুরমার হয়ে যায়,তার গল্প নিয়েই নির্মিত হয়েছে এ সিনেমার গল্প ।

কিশোর আনুর পরিবার ও তার মাদ্রাসা জীবনের কাহিনী দেখানোর মধ্য দিয়ে এই সিনেমার কাহিনী এগিয়েছে। এছাড়াও এ সিনেমায় আনু চরিত্রের মধ্য দিয়ে পরিচালক তার ছোটবেলার কাহিনী চিত্রায়ন করেছেন।

এটি পরিচালকের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা হলেও এই সিনেমায় পরিচালক অনেকগুলো ছোট ছোট গল্পের সুন্দর দৃশ্যায়ন করছেন যা দেখে মনে হবে একদম বাস্তব কিছু সামনে দেখছি।

আমরা বর্তমানে স্বাধীন দেশে বাস করি কিন্তু স্বাধীনতার পূর্বে এদেশের পরিবেশ কেমন ছিলো এই সিনেমা দেখলে তার কিছুটা ধারণা পাওয়া যাবে। আমরা যারা সিনেমা প্রেমী তাদের জন্য মাস্ট ওয়াচ সিনেমা এটি।

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights