বাংলার রোম্যান্স কিং অপূর্বর ঈদের সেরা দশ রোম্যান্টিক নাটক।

"বাংলা ঈদ নাটক ২০২৩ মুভি পোস্টার"

বিনোদনের একটা বড় অংশ দখল করে আছে বাংলা টিভি নাটক। সামনে আসছে ঈদ সেখানেও দেখা যাবে টিভি নাটকের দাপট। বড় তারকারা প্রায় সবাই ঈদে দর্শকদের একাধিক নাটক উপহার দেন তেমনই একজন বাংলা টিভি নাটকের দাপুটে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

বাছাইকৃত দশ নাটকঃ

প্রতি ঈদের ন্যায় অপূর্ব এবার ঈদেও একাধিক বিনোদন নাটক নিয়ে আসছেন তার ভক্তদের মাঝে। এবারের ঈদের অপূর্ব ভক্তদের জন্য তার অভিনীত বাছাই করা দশটি নাটকের তথ্য দেয়া হল এই প্রতিবেদনে। নাটকগুলি কোথায় ও কিভাবে দেখবেন থাকছে তারও বিস্তারিত।

বাংলা নাটকের রোম্যান্টিক চরিত্রে পারফেক্ট ক্যাস্টিং জিয়াউল ফারুক অপূর্ব। অপূর্ব নিজেও রোম্যান্টিক জনরায় কাজ করতে স্বতস্ফূর্ত বোধ করেন । তারই ধারাবাহিকতায় আসছে পবিত্র ঈদুল ফিতর ২০২৩ এ ‘কদমবনে বৃষ্টি’ প্রেম জনরার অপূর্ব ও সাবিলা নুরকে নিয়ে বানানো ঈদের নাটক।

কদমবনে বৃষ্টি

মাসরিকুল আলমের পরিচালনায় নাটকের গল্পে দেখা যায় অপূর্ব ও সাবিলা নুর ভালবেসে দুজনে বিয়ে বেশ ভালভাবেই সংসার কেটে যাচ্ছিল। কিন্তু হটাতই এক ঝোড়ো হাওয়ায় তাদের সংসার ভেঙে তছনছ হয়ে যায় কি সেই ঝোড়ো হাওয়া জানতে হলে দেখতে হবে ‘কদমবনে বৃষ্টি’।

ঈদের চতুর্থ দিন রাত নয়টা পঁয়ত্রিশ মিনিটে চ্যানেলে আইয়ের পর্দায় দেখতে পারবেন নাটকটি।

পারফেক্ট ম্যাচ

‘পারফেক্ট ম্যাচ’ আরও একটি রোম্যান্টিক নাটক। ‘পারফেক্ট ম্যাচ’ নাটকটি রচনা করেছেন নাজিমুদ্দৌলা নাটকে অপূর্বর সাথে জুটি বেধে অভিনয় করতে যাচ্ছেন রুপাইয়া জাহান চমক ও তানিয়া বৃষ্টি।

নাটকের গল্প গড়ে উঠেছে ট্রায়ঙ্গল প্রেম নিয়ে গল্পে দেখা মিলবে চমক ও অপূর্বর মাঝে ইনগেজম্যান্ট হয় কিন্তু মতের মিল না হওয়ায় ভাঙ্গন ধরে তাদের বিবাহে। পরিশেষে কি হয় তা জানতে হলে দেখতে হবে পুরো নাটকটি। 

"the perfect match movie poster with two girls"
‘পারফেক্ট ম্যাচ’ নাটকে অপূর্বর সাথে অভিনয় করছে রুপাইয়া জাহান চমক ও তানিয়া বৃষ্টি।

ভালবাসার কয়েকটা দিন

‘ভালবাসার কয়েকটা দিন’ অপূর্বর আরও একটি ঈদ রোম্যান্টিক নাটক গল্প লিখেছেন সোয়াইন মজুমদার ও পরিচালনা করেছেন এইচ আর মজুমদার। নাটকে অপূর্বর সাথে জুটি বেধে অভিনয় করেছেন বাংলা নাটকের রোম্যান্টিক গার্ল খ্যাত সাফা কবির।

ভালবাসা প্রয়োজন নাকি প্রিয়জন তা জানা যাবে এ নাটকে দেখতে চোখ রাখুন RTV পর্দায় ঈদ নাটকে।

"bangla Eid natok 2023 movie poster"
‘ভালবাসার কয়েকটা দিন’ প্রেম ঘরানার এ নাটকে অপূর্ব ও সাফা কবির।

আপন যে জন

এক সময়ের বাংলা টিভি নাটকের জনপ্রিয় রোম্যান্টিক জুটি ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব ও জাকিয়া বারি মম। আসছে পবিত্র ঈদুল ফিতরে এই জুটি আবার একত্রে কাজ করছেন ‘আপন যে জন’ নাটকে।

শাহজাহান সৌরভের রচনা ও পরিচালনায় অপূর্ব ও মম’র লাভ ক্যামিস্ট্রির দেখা মিলবে আরও একবার চ্যানেলে আইয়ের ঈদ নাটকে।

"bangla eid natok 2023 movie poster"
‘আপন যে জন’ নাটকে আবারও জুটি বেধেছেন অপূর্ব ও মম

চোখের ক্ষুদা

শফিকুর রহমান শান্তনি ও সেয়দ শ্যাকলের পরিচালনায় রোম্যান্টিক কমেডি জনরার অপূর্ব ও কেয়া জুটির নাটক ‘চোখের ক্ষুদা’ প্রচারিত হবে আর টিভি’র পর্দায়। মানুষের জীবনে কিভাবে ভালবাসা উঠে যায় কিভাবে জীবনে জঞ্জাল নেমে আসে তাকে অবলম্বন করেই নাটকের গল্প সাজানো হয়েছে।

"বাংলা ঈদ নাটক ২০২৩ পোস্টার"
‘চোখের ক্ষুদা’ ঈদ নাটকে অপূর্ব ও কেয়া পায়েল

দূর থেকে দূরে

‘দূর থেকে দূরে’ অনন্য ইমনের পরিচালনায় বর্তমান রোম্যান্টিক জুটি অপূর্ব ও কেয়া পায়েলের আরও একটি ঈদ নাটক। প্রেমের গল্পের এ নাটকটি দেখতে পারবেন সিডি চয়েস ড্রামা ইউটিউব চ্যানেলে।

"বাংলা ঈদ নাটক ২০২৩ পোস্টার"
অপূর্ব ও কেয়া পায়েল জুটি বেধেছেন ‘দূর থেকে দূরে’ নাটকে।

এসো হাতটা বাড়াও

মেহেদি হাসান জনির পরিচালনায় প্রথমবারের মত টেলিভিশন পর্দায় জুটি বাঁধছেন অপূর্ব ও তটিনী। ‘এসো হাতটা বাড়াও’ নামক রোম্যান্টিক গল্পের নাটকে দেখা মিলবে এ রোম্যান্টিক জুটির।

"বাংলা ঈদ নাটক ২০২৩ মুভি পোস্টার"
‘এসো হাতটা বাড়াও’ ঈদ নাটকে তটিনির সাথে অপূর্ব।

হৃদয় ক্ষরণ

শাজাহান সৌরভ পরিচালিত ‘হৃদয় ক্ষরণ’ আরও একটি প্রেমের গল্প নিয়ে বানানো নাটক। সেমন্তি সৌমি ও জান্নাতুল সুমাইয়া হিমি দুজনে জুটি বেঁধে অপূর্বর সাথে এ নাটকে অভিনয় করছেন। ট্রায়ঙ্গল রোম্যান্টিক গল্প এ নাটকের উপজীব্য বিষয়।

"বাংলা ঈদ নাটক ২০২৩ মুভি পোস্টার"
‘হৃদয় ক্ষরণ’ নাটকে অপূর্ব সাথে সেমন্তি সৌমি ও জান্নাতুল হিমি।

শেষ বেলায়

বাংলা নাটকের জনপ্রিয় পরিচালক বি,ইউ,শুভ। আসছে ঈদে বি,ইউ,শুভ পরিচালিত নতুন একটি নাটক। নাটকের নাম ‘শেষ বেলায়’ প্রেম ঘরানার এ নাটকে অপূর্বর জুটি হচ্ছেন হিমি। আসছে ঈদে NTV পর্দায় দেখা যাবে নাটকটি।

"বাংলা ঈদ নাটক ২০২৩ মুভি পোস্টার"
‘শেষ বেলায়’ নাটকে অপূর্ব ও হিমি।

সারপ্রাইজ

মাশরেকুল আলম পরিচালিত নাটক ‘সারপ্রাইজ’ আসছে ঈদে অপূর্বর সাথে এ নাটকে জুটি বেধেছেন সাবিলা নুর। নাটকটির গল্প হতে চলেছে দর্শকদের জন্য নতুন কিছু সেটা না হয় সারপ্রাইজ হিসেবেই থাক দর্শক দেখে জেনে নিবেন সারপ্রাইজের গল্প। 

"বাংলা ঈদ নাটক ২০২৩ মুভি পোষ্টার"
‘সারপ্রাইজ’ নাটকে দর্শকদের সারপ্রাইজ দিবেন অপূর্ব ও সাবিলা নুর।
No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights