‘ঐ বেনি খুলে’ হাবিব ও মুজা’র গানটি গত বছরের ৩১ই জুলাই ইউটিউব চ্যানেলে রিলিজ হয়ে এখন পর্যন্ত 22M ভিউজ, 229K লাইক ও 6.7K কমেন্টসে পরেছে।
গানটির লিরিক যৌথভাবে লিখেছেন ফৌজিয়া সুলতানা ও মুজা। মিউজিক কম্পোজে ছিলেন রাসেল আলি, মুজা ও ফুয়াদ। মিউজিক ভিডিওতে পারফর্ম করেছেন হৃদি শেখ, আনিলা ইকবাল, ইসরাত জাহান আহমেদ, সাদিয়া, সুচিতা, শাহ্নাজ, বুশরা, টিজে ফাইজ, জাহিদ সাথে হাবিব ও মুজা।

মিউজিক ভিডিও প্রসঙ্গে মুজা বলেন আমি খুব আনন্দিত একঝাক প্রতিভাবান শিল্পিদের সাথে কাজ করতে পেরে, সবাইকে তিনি গানটি দেখার আমন্ত্রন জানান ও বেশি করে শেয়ার করতে বলেন।
মিউজিক ভিডিওর কোরিয়গ্রাফার ও পারফর্মার হৃদি শেখ বলেন, আমি দেশের বাইরে বড় হয়েছি ছোট বেলা থেকেই হাবিব ভাইয়ের গান শুনতাম তার তালে নিজে নিজেই নাচতাম। হাবিব ভাইয়ের সাথে এক ফ্রেমে কাজ করতে পেরে আমি খুব আনন্দিত।
হৃদি আরও বলেন ট্যালেন্টেড মুজা, ফুয়াদ ভাই ও রাসেল ভাই মিউজিকে অন্য মাত্রা এনে দিয়েছে। এটি একটি পার্টি মিউজিক এবং এর সাথে মিলায়ে আমি ড্যান্স কোরিয়গ্রাফি ডিজাইন করেছি।
হৃদি আরও ধন্যবাদ দেন ভিডিওতে পারফর্ম করা ড্যান্স আর্টিস্টদের ও কুইনটিক মিউজিক টিমকে।